Header Ads

নাগরিকত্ব সংশোধনি বিলের বিরুদ্ধে আইনজীবীদের প্ৰতিবাদ অব্যাহত

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ শুক্ৰবারও নাগরিকত্ব সংশোধনি বিলের বিরোধীতা অব্যাহত আছে। আদালত ছেড়ে আইজীবীরা রাজপথে নেমেছেন। সারা অসম ট্ৰাইবেল সংঘের ১২ ঘন্টা অসম বনধ ছিল। তার মিশ্ৰ সারা পাওয়া গিয়েছে। যোরহাট, লখিমপুর, নগাঁও, মাজুলি, নলবারী, ধুবড়ি, গোয়ালপাড়া প্ৰভৃতি জায়গায় মাথা ন্যাড়া করে প্ৰতিবাদ জানান আইনজীবীরা। দেশদ্ৰোহীতার অভিযোগে বিশিষ্ট বুদ্ধিজীবী ড০ হীরেণ গোঁহাই, অখিল গগৈ এবং মনজিৎ মহন্তের বিরূদ্ধে অভিযোগ দায়ের করেছিল রাজ্য পুলিশ। এদিন গুয়াহাটি হাইকোৰ্ট তাঁদের অন্তৰ্বতী কালিন জামিন দেয়। আগামী ২২শে জানুয়ারি পরবৰ্তী শুনানির দিন ধাৰ্য করা হয়েছে। অসম চুক্তির ৬ নং ধারা কাৰ্যকরী করা জন্য উচ্চ পৰ্যায়ের কমিটি গঠন করে দিয়েছিল কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক। রংবং তেরাং, নগেন শইকিয়ার পর আজ মুকুন্দ রাজবংশী কমিটি থেকে পদত্যাগ করলেন। এর আগে আসু আগেই বলে দিয়েছিল তারা এই পদ গ্ৰহণ করবে না। তাই স্বাভাবিকভাবেই এই কমিটি সংখ্যালঘু কমিটিতে পরিণত হল। কংগ্ৰেস বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থ আগেই অভিযোগ করেছেন এই কমিটিতে মুসলিম জনগোষ্ঠি এবং বাঙালি হিন্দু জনগোষ্ঠীর কোনও প্ৰতিনিধি নেই। বরাকের বিজেপি নেতা প্ৰদীপ দত্ত রায় সাম্প্ৰদায়িক আপত্তিকর মন্তব্য করার বিরুদ্ধে প্ৰদীপ দত্ত রায়ের বিরুদ্ধে আজ দিসপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে। দত্ত রায় বলেছিলেন ব্ৰহ্মপুত্ৰ উপত্যকার ছাত্ৰছাত্ৰীদের বরাকের বিশ্ববিদ্যালয়ে পড়তে দেওয়া হবে না। যোরহাটে স্থানীয় বিভিন্ন সংগঠন এদিন বিলের বিরুদ্ধে নগ্ন প্ৰতিবাদ করেন। দিল্লিতে যারা উলঙ্গ প্ৰতিবাদ করেছিল সেই প্ৰতিনিধিদলকে আজ শিবসাগরের চরাইদেউয়ে বীরের সম্মান জানানো হয়। অগপ-র পদত্যাগী মন্ত্ৰী অতুল বরা এবং কেশব মহন্ত আজ মরানে অনশনরত আইনজীবীদের সামনে বলেন- যতক্ষণ পৰ্যন্ত বিল প্ৰত্যাহার করা না হবে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। গুয়াহাটি কমাৰ্স কলেজের ছাত্ৰছাত্ৰীরা সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা মুখ্যমন্ত্ৰী এবং বিজেপি নেতাদের কলেজে প্ৰবেশ করতে দেবে না। কেএমএসএস নেতা অখিল গগৈ আজ হুমকি দিয়েছেন আগামী মেজির আগুন যেদিন জ্বালানো হবে সেদিন থেকে অনশনে বসবেন পরের দিন মেজির আগুন না নেভা পৰ্যন্ত।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.