Header Ads

লোকসভা অধিবেশন শুরুঃ নাগরিকত্ব বিলের পক্ষে বললেন রাষ্ট্ৰপতি


নয়া ঠাহর প্ৰতিবেদনঃ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে সমগ্ৰ উত্তরপূৰ্বাঞ্চলে জোরদার প্ৰতিবাদ চলছে। কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী দলের সাংসদদের নিৰ্দেশ দিয়েছেন তারা যেন সংসদে বিলটির জোরদার বিরোধীতা করেন। এদিন যুব কংগ্ৰেস সদস্যরা বৃহস্পতিবার দিল্লিতে প্ৰতিবাদ করেন। কংগ্ৰেস কাৰ্যালয় থেকে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিংয়ের কার্যালয় পৰ্যন্ত প্ৰতিবাদ করেন। কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক উত্তরপূৰ্বাঞ্চলের মুখ্যমন্ত্ৰী এবং গৃহমন্ত্ৰীদের নিয়ে বৈঠকে বসবেন। নাগরিকত্ব বিলটি নিয়ে আলোচনা করবেন। মোদি সরকারের শেষ লোকসভা অধিবেশন দিল্লিতে আজ শুরু হল। যৌথ সভায় রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ এদিন প্ৰধানমন্ত্ৰীর রাজত্বকালে মোদি সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরলেন। তিনি ধলা শদিয়া সেতু সহ বিভিন্ন উন্নয়মূলক কাজকৰ্মের কথা উল্লেখ করেন। সেইসঙ্গে তিনি নাগরিকত্ব সংশোধনী বিলের কথা তুলে বলেন- বিভিন্ন প্ৰতিবেশি রাষ্ট্ৰ থেকে উৎপীরিত হয়ে যারা এসেছে তাদেরকে এই নাগরিকত্ব সংশোধনী বিল পাস হলে তাদের এই দেশে আশ্ৰয় দেওয়ার পথ প্ৰশস্ত হবে। তাদের তো দোষ দিয়ে লাভ নেই। পরিস্থিতির শিকার হয়ে তারা এদেশে এসেছেন। রাষ্ট্ৰপতির এই ভাষণের পরেই অসমে আন্দোলনকারীদের মধ্যে বিরূপ প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে। অগপ-র এক প্ৰতিনিধি দল যাচ্ছেন দিল্লিতে। কেন্দ্ৰকে বোঝাতে যাতে এই বিলটি কোনওভাবেই পাস না হয়। লোকসভায় বাজেট পেশের আগে বিলটি পাস করাবার চেষ্টা করবে কেন্দ্ৰীয় সরকার। লোকসভার বাজেট অধিবেশন চলবে ১৩ ফেব্ৰুয়ারি পৰ্যন্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.