Header Ads

পথ দূৰ্ঘটনায় টিয়কের সি কে বি কলেজের তিন অধ্যাপক নিহত

গুয়াহাটিঃ উজান অসমের টিয়ক-এর চন্দ্ৰকমল বেজবরুয়া কলেজের তিন অধ্যাপক এক মৰ্মান্তিক পথ দূৰ্ঘটনায় নিহত হয়েছেন। একজন অধ্যাপক আঘাত প্ৰাপ্ত হয়েছেন। গতকাল রাত ১১টা নাগদ দেড়গাঁওয়ের ৩৭ নং জাতীয় সড়ক বালিজানে ট্যাঙ্কারের সঙ্গে অধ্যাপকদের স্করপিও গাড়ীর মুখোমুখি সংঘৰ্ষের ফলে ঘটনাস্থলে অধ্যাপক রঞ্জিত রঞ্জন শইকিয়া, কেশব হাজরিকা এবং জিণ্টুমণি ফুকন নিহত হন। নরেন শইকিয়া সামান্য আঘাত প্ৰাপ্ত হয়েছেন বলে জানা গেছে। কলেজের অধ্যাপকরা ডিব্ৰুগড়ে যুব মহোৎসবে যোগদান করে ফিরছিলেন। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল এই ঘটনায় গভীর শোক প্ৰকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্ৰতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এই ঘটনার প্ৰশাসনিক তদন্ত শুরু হয়েছে।

No comments

Powered by Blogger.