Header Ads

উত্তরপূর্বের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে এনএফ রেলের নয়া পদক্ষেপ

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ অতি মনোরম প্রাকৃতিক দৃশ্যকে আরও কাছ থেকে উপভোগ করতে এনএফ রেলওয় পর্যটন পথে চালু ভিষ্টাডোম কোচ চালু করার নির্দেশ দিলেন রেল মন্ত্রী পীয়ূষ গোয়েল। যাতে পর্যটকরা ট্রেনে বসেই প্রাকৃতিক অপরূপ দৃশ্য উপভোগ করতে পারেন। মালিগাঁওয়ের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে মুখ্য কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই নির্দেশ দেন রেলমন্ত্রী।
 প্ৰসঙ্গত, এই কোচগুলি এমনভাবে তৈরি করা হয় যাতে যাত্রীরা স্বচ্ছ কাঁচের ভেতর থেকে বাইরের পুরো দৃশ্য দেখতে পান। দেশি-বিদেশী বহু পর্যটককে টানার উদ্দেশ্যেই এই কোচ চালু করতে চলেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। এক প্রেস বিবৃতিতে কথা জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ অধিকারিক প্রণব জ্যোতি শর্মা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.