Header Ads

ঘনঘোর মেঘলা আকাশে এক ঝলক রোদ

প্রশান্ত চক্রবর্তী

টিভি দেখা ছেড়ে দিয়েছি কয়দিন হলো। মন খারাপ হয়। সোশ্যাল মিডিয়ায় মুখ ঢেকে ঢুঁ মারি। হাজারো গ্রুপ। কত রকমারি গালিগালাজ! কত তথ্য বিকৃতি! উভয় তরফেই। কেউ কম না। কত হুমকি! কত আস্ফালন! ব্রহ্মপুত্রের আর বরাকের জল লজ্জায় নেমে যায় মোহনার দিকে! কামাখ্যা আর বড়াইল পাহাড় এক বুক কষ্ট নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। দিপর বিল আর ছন বিলের বুকে  ছলাৎছল...

কেউ ভালো নেই। সবার মন খারাপ। 

এমন দিনে জি বাংলা সারেগামাপা দেখলাম। আহা! এই ঘনঘোর মেঘলা আকাশে এক ঝলক রোদ ঝলসে উঠল।

মনে পড়ে, এক হৈমন্তী বিকেলে আচমকা প্রয়াত পরম বান্ধব কালিকাপ্রসাদের ফোন। বলল-- বন্ধু, অসমিয়া আদি বিহু লাগে। খাঁটি। একেবারে মাটির গন্ধ থাকা। আমি স্টুডিওত। তুমি পাঠাও। ও বা, তুমার নু অসমিয়া বউ আছে ঘরো...! রুনুমিরে জিগাও। জলদি পাঠাও। জি বাংলা-ত সারেগামাপা-ত বিহু নিতাম। তুমার সাহায্য লাগে।"

আমি ওকে বলি"ষাইটর দশকে ভূপেন হাজরিকা আর রুমা গুহ ঠাকুরতার একটা বাংলা বিহু বারইছিলএইচএমভি তাকি, "সাজিয়ে দোপাটি মাথার খোঁপাটি"...! "

কালিকা মুখ থেকে কথা কেড়ে নেয়! ওর গলায় বিস্ময়~"কিতা মাতো! অসাধারণ তথ্য। তুমি রেবা কততা লুকাইয়া থইছ। দেও দেও, লিংক দেও।"

সারাটা হেমন্তের বিকেলে আমি আর রুনুমি বিহু খুঁজি। মাটির বিহু। অসমের প্রাণস্পন্দন। কলকাতায় বাংলা গানের বিশ্বজয়ী মঞ্চে আমাদের প্রাণের বিহু নাচ গান হবে। তাও অসমেরই কৃতী সন্তান কালিকাপ্রসাদের আগ্রহে~এরচেয়ে আনন্দের আর কী হতে পারে!...

সেদিনের খুশিটা বলে বোঝাতে পারব না।

এর পরেরটা ইতিহাস। জি বাংলায় একের পর এক বিশুদ্ধ বিহু দেখেছি আমরা। অসমের স্বনামধন্য গায়ক ভ্রাতৃপ্রতিম বন্ধু সীমান্ত শেখরও ওই মঞ্চে গেছেগেয়েছে। আমার সাথে গান নিয়ে সীমান্তের কত কথা হত! তখন একটি বাংলা গান কম্পোজ করেছিল সীমান্ত। ফোনে দুজনে লম্বা কথা। গেয়ে গেয়ে যুৎসই শব্দ বসানো। মাত্রা ঠিক রেখে। হঠাৎ খেয়াল হলোসেদিন ওয়ার্ল্ড মিউজিক ডে! কী অদ্ভুত আনন্দঘন সন্ধ্যা...

গান তো সব কষ্টের বেড়া ভেঙে দেয়। ভাষা, প্রদেশ, সংকীর্ণতার সব প্রাচীর। মিউজিকের একটিই ভাষা~"ভালোবাসা"। 'ভালো'তে বাস...

গতকালও সেই "ভালোবাসা" দেখলাম। জি বাংলার মঞ্চে। অসমের নীলাক্ষি আর বাংলার শম্পা! ঝুমুরে বিহুতে একাকার। আমাদের আদরের অসমিয়া ফুলাম গামোছাতে স্টুডিও ভরা। অসমের প্রাণমাতানো বাঁশি, বাংলার ধামশা-মাদল...'পিরিতি পিরিতি পিরিতি, পিরিতি মিঠা চিড়া দই'...

হ্যাঁ, 'পিরিতি'(<সং প্রীতি)-র চেয়ে মিঠে আর কী হতে পারে!? 

এই মেঘলা দিনে মিঠে রোদের ঝিলিক...

মকর সংক্রান্তি আর মাঘ বিহুর শুভকামনা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.