Header Ads

মালিগাঁয়ের নেতাজী বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র -ছাত্রী সংস্থার ওয়েবসাইট উন্মোচন



দেবযানী পাটিকর

গুয়াহাটিঃ মালিগাঁয়ের নেতাজী বিদ্যাপীঠ রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম দিনে একটা ওয়েবসাইটের উন্মোচন করে বর্তমানে ছাত্র ছাত্রীর সাথে নেতাজী জন্ম জয়ন্তী উদযাপন করতে এসে নেতাজী বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র ছাত্রী সংস্থার সদস্যরা দেশের প্রতি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা উল্লেখ করে ছাত্র-ছাত্রীদেরকে দেশপ্রেমে অনুপ্রাণিত করার চেষ্টা করেনেতাজী বিদ্যাপীঠ রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ্য দুর্গেশ্বর তালুকদার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের এই ওয়েবসাইটটি উন্মোচন করে বলেন যে বিদ্যালয়ের শৈক্ষিক মানদন্ড উন্নত করার ক্ষেত্রে এই ওয়েবসাইটের দ্বারা প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বর্তমান ছাত্ৰ ছাত্রীদের সাহায্য করতে পারবে উল্লেখনীয় যে ১৯৪৮ সনে স্থাপিত এই বিদ্যালয় নেতাজীর জন্ম দিনের দিন ছিল এর প্রতিষ্ঠা দিবস প্রসঙ্গে নেতাজী বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র ছাত্রী সংস্থার উপদেষ্টা সাধন কুমার ঘোষ বলেন যে প্রচুর পরিশ্রমে ১৯৫১ সাল থেকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের যোগাযোগের ঠিকানা সংগ্রহ করা হয়েছে তিনি বলেন যে বর্তমান ছাত্ৰ ছাত্রীদের সর্বাঙ্গীন উন্নতির জন্য পুরানো দিনের ছাত্র ছাত্রীদের  সংযোগ সাধন করার যে প্রয়োজন এই ওয়েবসাইট সেটাই সম্ভব করে তুলবেএটা ছাত্ৰ ছাত্রীর জন্য একটা ডিজিটেল প্লাটফর্ম হিসেবে পরিগনিত হবে বিদ্যালয়ের প্রতিষ্টা দিবসে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী সংস্থার ওয়েবসাইট (www.nvpalumni.com.) উন্মোচন করাটা এই  লক্ষ্যের দিকে পৌঁছানোর একটা প্রচেষ্ঠা বলা যেতে পারে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.