Header Ads

মুখ্যমন্ত্ৰী নেতাজীর আদৰ্শে অনুপ্ৰাণিত হওয়ার আহবান জানালেন



গুয়াহাটিঃ নেতাজী সুভাষচন্দ্ৰ বসুর আত্মত্যাগ দেশের প্ৰতি অকৃত্ৰিম, নিঃস্বাৰ্থ ভালোবাসা, তার জীবনাদৰ্শের কথা শ্ৰদ্ধার সঙ্গে স্মরণ করে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল আজ বলেন, স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান দেশপ্ৰেম, অদম্য সাহস দেশবাসী কোনওদিন ভুলতে পাড়বে না। আজ গুয়াহাটি পল্টনবাজারে নেতাজী চকে ১২৩ তম জন্ম বাৰ্ষিকিতে ভাষণ কালে মুখ্যমন্ত্ৰী তাঁর জীবনাদৰ্শে উজ্জীবিত হয়ে যুবসমাজকে অনুপ্ৰাণিত হওয়ার আহবান জানান। তাঁর অসাধারণ ব্যক্তিত্ব বিট্ৰিশরাজের সঙ্গে তাঁর নিরলস লড়াই যুব সমাজকে উৎসাহ যুগিয়েছে। নেতাজী সুভাষচন্দ্ৰ বসু স্বামীবিবেকানন্দের ভাবধারায় বিশ্বাসি ছিলেন। যুব সমাজকে শক্তিশালী করে মহিলা পুরুষদের সম অধিকার বিশ্বাস করতেন। আজকের সভায় বনমন্ত্ৰী পরিমল শুক্ল্যবৈদ্য বলেন, বৰ্তমান অবক্ষয়ী সমাজে নেতাজীর জীবনাদৰ্শের বেশি প্ৰয়োজন বলে মন্তব্য করেন। পদ্মশ্ৰী অজয় দত্ত, বিধায়ক আঙুরলতা ডেকা, জিএমসির প্ৰাক্তন মেয়র মৃগেন শরণীয়া প্ৰমুখ উপস্থিত ছিলেন।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.