Header Ads

দীপর বিলকে পরিস্কার রাখতে ‘মিশন সেভ দীপর বিল’ অভিযান


দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ গুয়াহাটির একাংশ উৎসাহী যুবক-যুবতীকে সাথে নিয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত যুব মুখাভিনেতা মিনাঙ্ক ডেকা দীপর বিলকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এক সচেতনতা অভিযান চালান। বনভোজ করে বিলের যেখানে সেখানে আবর্জনা ফেলে রাখার কারণে ক্ৰমশ নষ্ট হয়ে যেতে বসেছে দীপর বিলের সৌন্দৰ্য। তাই ‘মিশন সেভ দীপর বিল’ শীৰ্ষক এক সচেতনতামূলক অভিযান চালানো হয়। যেখানে মুকাভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দীপর বিলের পারে এক সজাগতা অভিযান চালানো হয়। যুবক যুবতীরা বিলের পারে বনভোজ করতে আসা প্রতিটি দল তথা প্রতিজন ব্যক্তির কাছে গিয়ে মুকাভিনয়ের মাধ্যমে বিলের চারিপাশে তথা বনভোজ স্থলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দলটি আহ্বান জানায়। প্ৰসঙ্গত, মুকাভিনয় শিল্পী মিনাঙ্ক ডেকার নেতৃত্বে পরিযায়ী পাখিদের পরিবেশ অনুকূল করার জন্য মুকাভিনেতাদের দলটির এই প্রয়াস। তাঁদের এই প্রয়াসকে সেখানে উপস্থিত সমস্ত লোক প্রশংসা করেন। প্ৰসঙ্গত, মিনাঙ্ক এর আগেও দীপর বিলের পারে ‘নির্বাক যাত্রা’ শীৰ্ষক মুকাভিনয়ের দ্বারা ‘চড়াই জাক নহা হল’ শীর্ষক এক মুকাভিনয় করে একটি নাটকও প্রদর্শন করেছিলেন। গুয়াহাটি থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত রাজ্যের একমাত্র পক্ষী অভায়ারণ্যতে প্রত্যেক বছরই শীতের সময় পরিযায়ী পাখিরা আসতে শুরু করে। মনোরম দীপর বিলের পাশে বনভোজের আদর্শ জায়গা দেখে শীতের সময়ে প্রচুর লোক এখানে বনভোজ করতে আসেন। যার ফলে এলাকাটি নোংরা আবর্জনায় ভৰ্তি হয়ে গিয়েছে। ফলত বিল এবং তার আশপাশের পরিবেশ যাতে পরিষ্কার থেকে সেইসঙ্গে পরিযায়ী পাখীরা যাতে নিশ্চিন্তে এখানে আসতে পারে, বসবাস করতে পারে তার জন্যই যুবক যুবতীদের এই প্রচেষ্টা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.