Header Ads

প্রোজেক্সেল ফাউন্ডেশন- র ভারতীয় নৃত্য উৎসব

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ মহানগরের প্রোজেক্সেল ফাউন্ডেশন-এর উদ্যোগে ‘ভারতীয় নৃত্য উৎসব’ শীৰ্ষক শাস্ত্রীয় নৃত্যের অনুষ্ঠান হয়ে যায় লায়ন্স ক্লাবে। আই হাসপাতালের প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট  কত্থক গুরু পন্ডিত বিপুল কুমার দাস। এই উৎসবে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের বহু শৈলির মধ্যে সাতটি নৃত্য শৈলি যেমন মোহিনীঅট্টম , ভারতনাট্যম, কুচিপুডি, সত্রিয়া, ওডিশি এবং মণিপুরী নৃত্য প্রদর্শন করা হয়। এ প্রসঙ্গে প্রোজেকশন ফাউন্ডেশন- এর প্রতিষ্ঠাতা সীমা পুরকায়স্থ বলেন য- ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রতি উৎসাহীদের এটি একটা মঞ্চ। যেখানে নৃত্য শিল্পীরা শাস্ত্রীয় নৃত্য প্রদর্শন করতে পারবেন। উৎসবে দেশের বিভিন্ন স্থান যেমন গুজরাট, মুজফফরপুর, ওডিশা, কেরল, পশ্চিমবঙ্গ, তিনসুকিয়া , করিমগঞ্জ থেকে আসা শাস্ত্রীয় নৃত্যের বহু বিশিষ্ট নৃত্য শিল্পী নৃত্য প্রদর্শন করেন। এছাড়াও ২৫ জন উদীয়মান নৃত্য শিল্পী এই উৎসবে শাস্ত্রীয় নৃত্য প্রদর্শন করেন। উৎসবে কয়েকটি নাচের দল অংশগ্রহণ করেছে। যাদের মধ্যে নৃত্য শিল্প ডান্স গ্রুপ, স্বস্তিকম ডান্স গ্রুপ, সুরসাগর ডান্স গ্রুপ, সংস্কৃতি ডান্স গ্রুপ, ইকনিজ হেলজ ডান্স গ্রুপ এবং একক নৃত্য প্রদর্শন করা হয়।

No comments

Powered by Blogger.