Header Ads

রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন পদ্মশ্ৰী ডাঃ ইলিয়াস আলী


গুয়াহাটিঃ ৭০ তম প্ৰজাতন্ত্ৰ দিবসে অসমের জন্য সুখবর বয়ে নিয়ে এসেছে। অসম তথা উত্তর পূৰ্বাঞ্চলের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ভুপেন হাজরিকাকে মরণোত্তর ভারতরত্ন-র মতো সের্ব্বোচ্চ সন্মানে সন্মানিত করল ভারত সরকার। সেই সঙ্গে অসমের কৃষি বিশেষজ্ঞ এবং কৃষিক্ষেত্ৰে চাষ-বাস-এর সুবিধায় শতাধিক ছোট খাট মেশিন তৈরি করে সারা দেশের নজর কাড়া উজান অসমের উদ্ধব কুমার ভরালীকে পদ্মশ্ৰী সন্মান এবং অসমের জন্ম নিয়ন্ত্ৰণ বিশেষজ্ঞ তথা বিশিষ্ট ডাক্তার ইলিয়াস আলীকেও পদ্মশ্ৰী পুরস্কার দিলেন ভারত সরকার। গুয়াহাটির হাতিগাঁও অঞ্চলের গ্লোবাল হাসপাতালের কৰ্ণধার ডাঃ ইলিয়াস আলী  আজ রাজ্যেবাসীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের আন্তরিক প্ৰচেষ্টার জন্য তার এই সন্মান পাওয়া সম্ভব হল। আজ সকালেই মুখ্যমন্ত্ৰী টেলিফোন করে ডাঃ আলীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ডাঃ আলী  রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মার প্ৰতি কৃতজ্ঞতা প্ৰকাশ করে বলেন, স্বাস্থ্যবিভাগের সমস্ত কৰ্মচারী, অফিসার প্ৰথম থেকে তার সঙ্গে সহযোগিতা করে গেছেন। তিনি বলেন, রাজ্যের দারিদ্ৰ পীড়িত মুসলিম জনগোষ্ঠীর মানুষও জনসংখ্যা নিয়ন্ত্ৰণের বিরোধিতা করে নি। ডাঃ বলেন, একাংশের মধ্যে কুসংস্কার, অন্ধবিশ্বাস থাকলেও তার এই জনসংখ্যা নিয়ন্ত্ৰণের ক্ষেত্ৰে বাধা হয়ে দাঁড়ায় নি। ডাঃ আলী দেশের জনবিস্ফোরণ নিয়ন্ত্ৰণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সারা বিশ্ব তাকে স্বীকৃতি জানিয়েছে। এই কাজ করতে গিয়ে অসমে সংখ্যালঘু অঞ্চলে তাকে নানাভাবে বাধা চেষ্টা হয়েছিল। বৰ্তমানে কোনও সমস্যা নেই। এই পদ্মশ্ৰী-র মতো এই অতীব সন্মানজনক পুরস্কার পাওয়ার ফলে তাই সমাজের প্ৰতি তার দায়বদ্ধতা বেড়ে গেল। আজ হাতিগাঁও গ্লোবাল হাসপাতালের বাসবভনে ডাঃ ইলিয়াস আলীকে গামোছা পড়িয়ে সম্বৰ্ধনা জানান, অসমের একমাত্ৰ বাংলা ওয়েভ পোৰ্টাল নয়া ঠাহর-র সম্পাদক অমল গুপ্ত। সেখানে ডাঃ আলীর সুযোগ্য পত্নী সায়েরা বানু বেগমও উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.