Header Ads

কামেশ্বরী নৃত্য মহোৎসব ২০১৯


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ গুয়াহাটির হিতেশ্বর শইকিয়া ভবন প্ৰেক্ষাগৃহে সম্প্ৰতি কামেশ্বরী নৃত্য মহোৎসব হয়ে যায়। কামেশ্বরী উৎসবে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইটি গুয়াহাটির ডিরেক্টর প্ৰফেসর গৌতম বিশ্বাস এবং তাঁর স্ত্ৰী অমরাবতী বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে অতিথির আসন গ্ৰহণ করেছিলেন পদ্মশ্ৰী ঘনকান্ত বরা বরবায়ন। মহানগরের ‘মঞ্জরি ডান্স একাডেমি’র প্ৰতিষ্ঠাতা নিত্যশ্ৰী তটিনী দাস এই প্ৰতিবেদককে জানান- ‘শাস্ত্ৰীয় সংগীতকে নব প্ৰজন্মের কাছে তুলে ধরতেই গত পাঁচ বছর ধরে নৃত্য উৎসবের আয়োজন করে আসছেন।’ অনুষ্ঠানে নাচের স্কুলটির ছাত্ৰছাত্ৰীদের পারফৰ্মে মন্ত্ৰমুগ্ধ হয়ে পরেন দৰ্শকবৃন্দ। এবছর দেশের দিল্লি, কলকাতা, চেন্নাই, অসমের বিভিন্ন জায়গা থেকে ভারতনাট্যম, কুচিপুড়ি, ছৌ নাচের শিল্পীরা এসে অনুষ্ঠানে পারফৰ্ম করেছেন। চেন্নাই থেকে কুচিপুড়ি নৃত্যশিল্পী অমরনাথ ঘোষ, দিল্লি থেকে রাজেশ ধ্ৰুব সাইবাবু ‘ময়ুরভুঞ্জ ছৌ’ নাচ প্ৰদৰ্শন করেন। অসমের বিশিষ্ট কত্থক শিল্পী মেঘরঞ্জনী মেধী, শাস্ত্ৰীয় নৃত্য শিল্পী সংঘমিত্ৰা বরা প্ৰমুখ অনুষ্ঠানে অংশগ্ৰহণ করেন। অনুষ্ঠানে দৰ্শকদের উপস্থিতি চোখে পরার মতো ছিল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.