Header Ads

ট্রাইবেল সংঘের ডাকা ১২ ঘন্টার বনধে ব্যাপক সাড়া পাহাড়ি জেলায়

বিপ্লব দেব, হাফলং -  ছয়টি জনগোষ্ঠীকে জনজাতিকরণ করতে কেন্দ্রীয় সরকার যে বিল এনেছে এর প্রতিবাদে এবং নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে অসমের উপজাতি জনগোষ্ঠীর যৌথ সমন্বয় কমিটি ১২ ঘন্টার অসম বনধের ব্যাপক প্রভাব পড়ে ডিমা হাসাও জেলায়। বনধের জেরে শুক্রবার পাহাড়ে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছিল। কারণ ডিমা হাসাও জেলায় এই বনধকে সমর্থন জানিয়ে ছিল অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, মার স্টুডেন্টস ইউনিয়ন, কার্বি স্টুডেন্ট ইউনিয়ন। তবে বনধকে ঘিরে পাহাড়ি জেলার কোনও জায়গা থেকে অপ্রীতিকর খবর মেলেনি। বনধ ছিল সম্পূর্ণ সর্বাত্মক ও শান্তিপূর্ণ। শুক্রবার জেলা সদর হাফলং সহ মাইবাং, উমরাংশু, মাহুর, হারাঙ্গাজাও, দিয়ুংব্রা, লাংটিং, হাতিখালি প্রভৃতি এলাকায় বনধ সৰ্বাত্মক হয়। বনধের জেরে শৈল শহর হাফলঙে বাজার হাট, দোকান পাট, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, ডাকঘর, অফিস আদালত, পরিষদ সচিবালয় সবই ছিল বনধের আওতায়। বনধের দরুন দূরপাল্লার কোনও যানবাহন চলাচল করেনি। তবে পাহাড় লাইনে ট্রেন চলাচল ছিল সম্পূর্ণ স্বাভাবিক। শুক্রবার ১২ ঘন্টার বনধ শুরু হয় সকাল ৫ টা থেকে চলে বিকেল ৫ টা পর্যন্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.