Header Ads

চোরাইবাড়িতে ধৃত ৩০ রোহিঙ্গা অনুপ্রবেশকারী

 পাথারকান্দিঃ আন্তঃরাজ্য সীমান্ত টপকে অসম প্রবেশ করে চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়েছে ৩০ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারী। এরা ত্রিপুরার বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছে বলে মনে করছেন বাজারিছড়া থানার ওসি গৌতম দাস। সোমবার সীমান্ত চেকগেটে তালাশি চালিয়ে দলবল নিয়ে এই সব রোহিঙ্গাদের আটক করেছেন চোরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ সুপ্রিয় ভট্টাচার্য। পরে খবর পেয়ে ঘটনাস্থলে বাজারিছড়া থেকে চোরাইবাড়ি ছুটে গেছেন ওসি গৌতম দাস। এখানে উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে প্রচুর রোহিঙ্গা জড়ো হয়েছে বলে বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার এক খবর করেছিল হিন্দুস্থান সমাচার। বলা হয়েছিল, রবিবার সকাল থেকে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা শরণার্থীরা জড়ো হয়েছে দেখে এপারে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। আশংকা করা হচ্ছে, শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে রোহিঙ্গা শরণার্থীরা ভারতের ত্রিপুরা ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালাবে। তবে ধৃত ৩০ রোহিঙ্গা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে তা এখনও স্পষ্ট নয়।
সৌজন্য : হিন্দুস্থান সমাচার

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.