Header Ads

কাৰ্বিআংলং স্বশাসিত পরিষেদর চার মনোনীত সদস্য

সঙ্গীতা ভৌমিক দাসঃ ডিফু,
কাৰ্বি আংলং স্বশাসিত পরিষেদর চারজন মনোনীত প্ৰাৰ্থীর নাম আজ অসম সরকার আনুষ্ঠানিকভাবে অনুমোদন জানায়। এলজেযপিডি ০৩-১২-২০১৮ নং নিৰ্দেশনাযোগে দিশপুর চারজন মনোনীত প্ৰাৰ্থীর নামে অনুমোদন জানায়। স্বশাসিত পরিষেদর মনোনীত প্ৰাৰ্থীরা হলেন ক্ৰমে সীমা রংহাংপী, অজিত কুমার দে, রাম বাহাদুর ছেত্ৰী এবং বাপুরাম কিস্কু।

No comments

Powered by Blogger.