Header Ads

লোক সংগীতের সম্রাজ্ঞী প্রতিমা বড়ুযাকে স্মরণ রাজ্যবাসীর


গুয়াহাটিঃ বিখ্যাত গোয়ালপারিয়া লোক সঙ্গীত সম্রাজ্ঞী প্রতিমা বড়ুয়ার ১৬ সংখ্যক মৃত্যু তিথি পালন করা হয় বৃহস্পতিবার । সমগ্র রাজ্যের সাথে সদৌ আসাম ছাত্র সংস্থার উদ্যোগে নগরের চাঁদমারী স্থিত প্রতিমা বড়ুয়া পাণ্ডে প্রতিমূর্তি স্থলে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
পদ্মশ্রী এবং সংগীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত প্রতিমা বড়ুয়া পাণ্ডে স্মরণে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় বিভিন্ন কার্যক্রমের ।উল্লেখনীয় যে ২০০২ সালের ২৭ ডিসেম্বরের দিনই  তিনি প্রয়াত হয়েছিলেন। এই মহান  সংগীতশিল্পী প্রতিমা বড়ুয়া পাণ্ডে গোয়ালপারীয়া  লোক সংগীতকে বিশ্বরে দরবারে প্রতিষ্ঠা করেছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.