Header Ads

কর্কট রোগে আক্রান্ত শিশুদের জন্য বি বড়ুয়া ক্যান্সার হাসপাতালের বিশেষ পদক্ষেপ



দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ সারা বিশ্বের সঙ্গে সঙ্গে অসমেও ভয়াবহভাবে বাড়ছে কৰ্কট রোগীর সংখ্যা। এর থেকে বাদ যায়নি শিশুরাও। কর্কট রোগের  চিকিৎসা, সেইসঙ্গে শিশু রোগীদের জন্য খাওয়া দাওয়া ও শিক্ষাদানের ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা করছে বি বড়ুয়া ক্যান্সার হাসপাতাল। শিশুদের যাতে শিক্ষার ক্ষেত্রে কোন ব্যাঘাত না ঘটে তার জন্য চেঞ্জউড নামের একটি বেসরকারি সংস্থার সহযোগে শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা হাতে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুব শিঘ্ৰই শিশুদের জন্য এই পরিষেবা চালু করা হবে। এ কথা জানান, বি বড়ুয়ার কর্কট প্রতিষ্ঠানের সঞ্চালক অমল চন্দ্র কটকী। শিশু কর্কট রোগীদের সম্পূর্ণ সুযোগ-সুবিধা দেওয়ার পাশাশি শিশুদের  অভিভাবকরাও যাতে শিশুদের সঙ্গে থাকতে পারেন তাদের জন্যও  থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। এর জন্য কর্কট রোগীর অবিভাবকদের কোন রকমের গরিব পরিবারের লোকদের প্রমাণ পত্র দিতে হবে না।  অর্থাৎ চিকিৎসার সাথে কর্কট রোগে আক্রান্ত শিশুদের শিক্ষার সুব্যবস্থা করবেন হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবে এই খবরে উৎফুল্লিত কর্কট রোগে আক্রান্ত শিশুদের অভিভাবকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.