Header Ads

শিলং ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে পাঁচ দিনের যোগ শিবের সম্পন্ন



গুয়াহাটিঃ শিলং জেল রোড স্থিত শিলং ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে পাঁচ দিনের যোগ শিবির সম্পন্ন হয়।  ভারত সেবাশ্রমের আশেপাশে প্রায় ১০০ জন লোক এতে অংশ অংশগ্রহণ করেন। কলকাতার স্বামী উত্তমানদ মহারাজ এর তত্ত্বাবধানে এই যোগ শিবিরের আয়োজন করা হয়। উল্লেখনীয় যে স্বামী উত্তমানন্দ অষ্টাঙ্গ যোগের প্রশিক্ষণ নিয়েছেন পতঞ্জলি যোগপীঠ হরিদ্বারের যোগ গুরু স্বামী রামদেবের থেকে। এই শিবিরে যোগ প্রশিক্ষণ দেন প্রফেসর নিপেন্দ্র নাথ পুরকায়স্থ ও প্রতিমা চৌধুরী ও তাদের আরো দুজন শ্যামল চৌধুরী ও তাপসী সরকার সহায়তা করেন।

এ প্রসঙ্গে স্বামী উত্তমানন্দ বলেন যে শিশুদের ক্ষেত্রে যোগের প্রয়োজন রয়েছে। তাদের মানসিক ও শারীরিক বিকাশের ক্ষেত্রে যোগ প্রশিক্ষণ খুবই দরকার এছাড়াও যারা বয়স্ক লোক তারা যোগ  অভ্যাস করে রোগ মুক্ত থাকতে পারেন। অনেক ক্ষেত্রে মেডিসিনের থেকে যোগ অনেক বেশি কাজ দেয়। স্বামী পূর্নব্রতানন্দ বলেন যে এ ধরনের যোগ শিবির আগামী বছর থেকে শিলং স্থিত ভারত সেবাশ্রমে প্রাঙ্গনে প্রতি রবিবারে শুরু করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.