Header Ads

বগীবিল ব্রিজের নাম 'বিষ্ণু- জ্যোতি' হোক, অসমবাসীর কাছে আহ্বান আলফা(স্বাঃ)-এর

গুয়াহাটিঃ বগীবিল ব্রিজের নামকরণ নিয়ে সরব আলফা (স্বাঃ)। 'বিষ্ণু- জ্যোতি' ব্রিজ নামে জনপ্রিয় হোক ভারতের দীর্ঘতম এই ব্রিজ। রাজ্যবাসীকে এই নাম গ্ৰহণের জন্য আহ্বান জানিয়েছে আলফা(স্বাঃ)। জাতির নমস্য পুরুষ কলাগুরু বিষ্ণুপ্ৰসাদ রাভা ও জাতির পুরোধা জ্যোতি প্ৰসাদ আগরওয়ালা এই দুই মহাপুরুষের নাম মিলিয়ে সেতুর নামকরণ করা হয়েছে বলে জানান আলফা(স্বাঃ) সেনা প্ৰধান পরেশ বড়ুয়া। আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি আনুষ্ঠানিকভাবে এই ব্ৰিজ উদ্বোধন করবেন। এদিন প্ৰয়াত প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহারী বাজপেয়ীর ও জন্মদিন। রেল-রোড এই ব্ৰিজের দৈৰ্ঘ্য ৪.৯৪ কিলোমিটার। এই সেতু ব্ৰহ্মপুত্ৰের উত্তর-দক্ষিণ পারকে সংযুক্ত করেছে। যার ফলে অসম ও অরুণাচলের সংযোগ হবে। ১৯৯৭ সালের জানুয়ারিতে তখনকার প্ৰধানমন্ত্ৰী এইচ ডি দেবেগৌড়া এই সেতুর শিলান্যাস করেন। এরপর ২০০২ সালের এপ্ৰিলে প্ৰয়াত প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহারী বাজপেয়ীর আমলে সেতুর নিৰ্মাণ কাজ শুরু হয়। 

No comments

Powered by Blogger.