Header Ads

আই নদীর তীরে শুরু হলো জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব দইজিং ফেস্টিভেল



দেবযানী পাটিকরঃ
গুয়াহাটিঃ আসামের চিরাং জেলার আই নদীর তীরে শুরু হলো তৃতীয় দইজিং উৎসবের। ১২ দিন ধরে চলবে এই ফেস্টিভেল। বৃহস্পতিবার এই উৎসবের সূচনা করা হয় । পিএইচই মন্ত্রী রিহন দৈমারি এই উৎসবের সূচনা করেন। সাথে উপস্থিত ছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তিরা। এই বারোদিনের উৎসবে, ভুটান,বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড ও অংশগ্রহণ করবে। অনেক দেশি-বিদেশি পর্যটকরা বর্তমানে দইজিং ফেস্টিভেলে এসে উপস্থিত হয়েছেন। এবার প্রায় ১৫ লাখ লোক এই উৎসবে উৎসবে অংশ নেবেন বলে অনুমান করা হচ্ছে। উৎসবের সূচনা করে মন্ত্রী রিহন দৈমারী বলেন যে এই উৎসব আর আই নদীকে একটা  টুরিস্ট হাব  হিসাবে গড়ে তোলাই এর উদ্দেশ্য। চিরাং জেলার ডেপুটি কমিশনার ও ফেস্টিভালের প্রেসিডেন্ট গৌতম তালুকদার ফ্ল্যাগ হোস্ট করে উৎসবের সূচনা করেন। এই উৎসব উপলক্ষে আই নদীর কিনারে এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এই ম্যারাথন দৌড়ের সূচনা করেন অর্জুন পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক বক্সার এল সরিতাদেবী। এর সাথে বিভিন্ন জন জাতির ফুড স্টলের উদ্ঘাটন করেন পর্যটন মন্ত্রী চন্দন ব্রহ্ম। সাথে রয়েছে বিভিন্ন জন জাতির বইয়ের দোকান, অ্যাডভেঞ্চার স্পর্টস, রাইফেল শুটিং, জিপ এবং এলিফ্যান্ট সাফারী।ও রয়েছে বর্ণাঢ্য সাস্কৃতিক কার্যক্রম। এই উৎসবে উপলক্ষে বৃহস্পতিবার সকালে বড়ঝাড় স্থিত গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন জনপ্রিয় কণ্ঠশিল্পী কৈলাস খের ।তিনি রাতে দৈজিং উৎসবে অংশগ্রহণ করবেন। বিমানবন্দরের জনপ্রিয় কণ্ঠশিল্পীকে তার  অনুরাগীরা উষ্ণ অভ্যর্থনা জানায় ।এরপর তিনি চিরাং এর উদ্দ্যেশ্যে রওয়ানা হন। উল্লেখনীয় যে জনপ্রিয় এই ফেস্টিভেলে সাংস্কৃতিক মহোৎসব ও স্থানীয় পর্যটনের সাথে বোড়োল্যান্ডএর বিভিন্ন শিল্প সংস্কৃতির প্রচার প্রসারের উদ্দেশ্যে ২০১৬ সাল থেকে এই ফেস্টিভ্যালে সূচনা করা হয়েছিল। এবার এর তৃতীয় বছরে। নদী পর্যটন তথা বিটিসি এবং আসামে গ্রামাঞ্চলের প্রচার প্রসারের উদ্দেশ্যে। দৈজিং ফেস্টিভালের এর আয়োজন করা হয়। এতে কেবল পর্যটন শিল্পই নয় বরঞ্চ জীবিকার দিকেও যথেষ্ট গুরুত্ব প্রদান করেছে এই অঞ্চলেটিতে।এখানে দেখা যাবে বিভিন্ন জনজাতির খাদ্য-সংস্কৃতির সাথে অন্যান্য বহু কিছু। এর সাথেই নদীর সাথে থাকা পর্যটনের প্রচুর সম্ভাবনাকে উদ্ভাসিত করার  লক্ষও হাতে নেওয়া হয়েছে। এই উৎসবের বিভিন্ন অনুষ্ঠান তথা ভ্রমণের উদ্দেশ্যে উপস্থিত থাকবেন সংগীত শিল্পী হিমেশ রেশমিয়া, মালাইকা আরোরা খান শ্বেতা পন্ডিতের সাথে বলিউডের অনেক বিখ্যাত শিল্পীরা।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.