Header Ads

অসমিয়া ভাষায় শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী প্ৰকাশ করবেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়


গুয়াহাটিঃ অসমিয়া ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। অসমিয়া ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী

নাগরিকত্ব নিয়ে আসামের নাগরিক ও বাঙালিদের মধ্যে তিক্ত সম্পর্ক মেরামতের হাতিয়ার ছিলেন বঙ্গবন্ধু’—এমনটাই দাবি আসামের বাঙালি লেখক সৌমেন ভারতীয়ার। আগামীকাল মঙ্গলবার গুয়াহাটিতে আসামীয়া ভাষায় প্রকাশিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীবইটি অনুবাদ করেছেন সৌমেন ভারতীয়া ও জুরি শর্মা।

গুয়াহাটির ভিকি পাবলিকেশনের পক্ষ থেকে পিন্টু গুপ্ত মুঠোফোনে বলেন, ‘৩২তম গুয়াহাটি বইমেলায় আসামের ভাষা অসমিয়ার বঙ্গবন্ধুর আত্মজীবনী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। প্রকাশের আগেই বইটির প্রতি আসামবাসীর কৌতূহল তুঙ্গে।তিনি আরও বলেন, বইটি প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও ফ্রেন্ডস অব বাংলাদেশ বিশেষ সহায়তা করেছে। বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমতি ও অনুমোদন নিয়েই প্রকাশিত হচ্ছে বঙ্গবন্ধুর এই আত্মজীবনী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.