Header Ads

মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ ২০টি বিভাগের উন্নয়নমূলক কৰ্মসূচী পৰ্যালোচনা অবিলম্বে বাস্তবায়নের নিৰ্দেশ


গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল আজ উচ্চ পৰ্যায়ের অফিসারদের সঙ্গে বৈঠকে সরকারের উন্নয়নমূলক কৰ্মসূচীগুলি পৰ্যালোচনা করে যথাসময়ে প্ৰকল্পগুলি রূপায়নের কড়া নিৰ্দেশ দেন। তিনি আজ ২০ টি উন্নয়নমূলক কৰ্মসূচী পৰ্যালোচনা করেন। স্বামী বিবেকান্দ আসাম ইয়ুথ এম্পাওয়ার যোজনা, মুখ্যমন্ত্ৰী আদৰ্শদ্বীপ যোজনা, চা বাগিচার শ্ৰমিক কল্যাণ সহ বিভিন্ন কৰ্মসূচী পৰ্যালোচনা করেন। মুখ্যমন্ত্ৰী ৭৫২ চা বাগানে ৭,২১,৪৮০ টি ব্যাঙ্ক একাউণ্ট শ্ৰমিকদের দ্বিতীয় কিস্তির ২৫০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন। তাছাড়া ২০ হাজার চা বাগানের লাইন সৰ্দারকে স্মাৰ্ট ফোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্য সচিব জিষ্ণু বরুয়াকে প্ৰতিবন্ধীদের মাসে ১ হাজার টাকা করে অনুদান প্ৰদানের নিৰ্দেশ দেন। শিক্ষা বিভাগের কমিশনার সচিব প্ৰীতম শইকীয়াকে কিশোরীদের জন্য ন্যাপকিন কেনার জন্য বছরে ৬০০ টাকা করে অনুদান দেওয়ার নিৰ্দেশ দেন। মুখ্যমন্ত্ৰী বৃদ্ধ পেন্সন কৰ্মসূচী, কনকলতা মহিলা সবলীকরণ কৰ্মসূচী প্ৰভৃতি নিয়ে পৰ্যালোচনা করেন। মুখ্যসচিব আলোক কুমার পঞ্চায়েত এবং গ্ৰামোন্নয়ন মন্ত্ৰী নব কুমার দলে প্ৰমুখ ছাড়াও বিভিন্ন বিভাগের অফিসাররা উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.