Header Ads

মুখ্যমন্ত্ৰী সৎসঙ্গের কৰ্ণধারদের শ্ৰদ্ধা জ্ঞাপন করেন


সুদীপ শৰ্মাঃ গুয়াহাটি
গুয়াহাটি খানপাড়া পশু চিকিৎসা কলেজ ময়দানে দুদিন ব্যাপী সৎসঙ্গের ৩১৪ তম সৰ্বভারতীয় ঋত্বিক সন্মেলন এবং সৎসঙ্গের প্ৰথম আচাৰ্য শ্ৰীশ্ৰীবড়দার ১০৮ তম জন্ম মহোৎসব শুরু হয়েছে। উৎসবে বৰ্তমান আচাৰ্য ‘শ্ৰীশ্ৰীদাদা', সৎসঙ্গ প্ৰতিষ্ঠাতা শ্ৰীশ্ৰীঠাকুর অনুকূলচন্দ্ৰের পৌত্ৰ অশোক চক্ৰবৰ্তী, সদসঙ্গের বৰ্তমান কৰ্ণধার ‘বাবাইদা' তথা শ্ৰীশ্ৰীঠাকুরের পৌত্ৰ অৰ্কদূ্যতি চক্ৰবৰ্তী এবং ঠাকুর পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে দেশ বিদেশের অগনন ভক্ত এবং অনুগামীরা গুয়াহাটি এসে পৌঁছিয়েছেন। আজ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল সৎসঙ্গের কৰ্ণধারদের শ্ৰদ্ধা জ্ঞাপন করে আসেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.