Header Ads

কংগ্রেসের লুন্ঠনের জন্যই ডিমা হাসাও জেলার উন্নয়ন স্তব্দ হয়ে পড়েছিলঃ মুখ্যমন্ত্রী সর্বানন্দ


বিপ্লব দেবঃ হাফলং
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের মুখে ডিমা হাসাও জেলায় আসাম বিশ্ববিদ্যালয় স্থাপন করে হবে বলে ঘোষনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল। শুক্রবার এক ঝটিকা সফরে হাফলং এসে হাফলং টাউন কমিটির মাঠে এক জনসভায় মুখ্যমন্ত্রী ডিমা হাসাও জেলায় আসাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করে বলেন নতুন বছরেই উমরাংশুতে এক হাজার বিঘা জমির উপর এসিএস প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ শুরু হবে। এদিন মুখ্যমন্ত্রী জনসভায় ভাষন প্রসঙ্গে বলেন হাফলং শহরে পানীয় জলের সমস্যা নিরসনে সিগনেচার প্রকল্পে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। জনসভায় সর্বানন্দ সানোয়াল বলেন ডিমা হাসাও জেলার উন্নয়নের জন্য ৫০ কোটি টাকার অতিরিক্ত বাজেট দেওয়ার পাশাপাশি মাইবাঙে বিএড কলেজ ও হাফলঙে ক্যানসার হাসপাতাল স্থাপন করা হবে। তাছাড়া ডিমা হাসাও জেলাকে দেশের মধ্যে এক বৃহৎ পর্যটন কেন্দ্র স্থল হিসেবে গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন জনসভায় কংগ্রেস দলকে তূলোধূনো করে বলেন কংগ্রেসের লুন্ঠনের জন্যই এতদিন ডিমা হাসাও জেলার উন্নয়ন স্তব্দ হয়ে পড়েছিল। পার্বত্য পরিষদে বিজেপি ক্ষমতায় আসার পাহাড়ি জেলায় উন্নয়ন শুরু হয়েছে। একদিন এই পাহাড়ি জেলা উন্নয়নের ক্ষেত্রে পিঁছিয়ে থাকবে না এক মজবুদ জেলা হিসেবে উঠে এসে অসম তথা দেশের ভবিষ্যৎ গড়বে একদিন ডিমা হাসাও জেলা বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন প্রাকৃতিক সম্পদে ভরপুর এই পাহাড়ি জেলাকে প্রকৃতি উজার করে দিয়েছে যেমন ভগবান নিজের হাতে সৃষ্টি করেছেন। পাহাড়ি জেলাতে বিভিন্ন ভাষাভাষি জনগোষ্ঠীর মানুষ একসঙ্গে মিলেমিশে বৃহত্তর অসমীয়া সমাজ গঠন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন সর্বানন্দ সানোয়াল। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আড়াই বছর হয়েছে কিন্তু কংগ্রেস স্বাধীনতার পর থেকে ৭০ বছর শাসন করলেও শুধু দূর্নীতি করেছে কংগ্রেস জনতার কল্যানে আসা বিভিন্ন প্রকল্পের টাকা লুটেপুটে খেয়েছে। তিনি বলেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে পিএনআরডি বিভাগে তদন্ত করে পেয়েছেন ৩ লক্ষ ২২ হাজার ইন্দিরা আবাস প্রকল্পে ঘর নির্মানে ব্যাপক দূর্নীতি হয়েছে কংগ্রেস সরকারের আমলে তাছাড়া এমজিএনরেগা প্রকল্পে ভূয়ো ৪ লক্ষ জবকার্ড তৈরী করে এসব টাকা আত্মসাৎ করেছে কংগ্রেস বিজেপি ক্ষমতায় আসার পর এই ৪ লক্ষ ভূয়ো জবকার্ড বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী   বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপির সরকার এবং রাজ্যে বিজেপি-র  সরকার গঠিত হওয়ার পর বরাক ব্রহ্মপুত্র পাহাড় সমতল সহ রাজ্যের ৩৩ টি জেলায় উন্নয়নের কাজ চলছে সমানতালে। পঞ্চায়েত থেকে শুরু করে সব ক্ষেত্রে সু-শাসন ব্যবস্থা চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে অাসাম প্রগতির দিশায় এগিয়ে চলছে। তাই ভারতের  মধ্যে এক সেরা রাজ্য হিসেবে গড়ে তুলতে মহিলা ও যুব প্রজন্মকে শক্তিশালী করে তুলতে নিষ্ঠার সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল। এদিন জনসভায় রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন মন্ত্রী সুম রংহাং বলেন জানুয়ারিতে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে তারপরই লোকসভা নির্বাচন তাই বিজেপিকে জয়ী করতে বিজেপির নেতা কর্মীদের এক জোট হয়ে কাজ করার আহ্বান জানান পার্বত্য এলাকা উন্নয়ন মন্ত্রী। এদিন অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দাস বিধায়ক বীরভদ্র হাগজার পার্বত্য পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা। বৃহষ্পতিবার প্রথমে গুয়াহাটি থেকে হেলিকপ্টারে আসাম রাইফেল হেলিপ্যাডে নেমে মুখ্যমন্ত্রী হাফলং শহরে অটল বিহারী বাজপেয়ী ভবন বিজেপির কার্যালয়ের উদ্বোধন করেন। তারপর জনসভা শেষে হাফলং আবর্ত ভবনে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল বিজেপির রাজ্যসভাপতি রঞ্জিত দাস পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা চেয়ারপার্সন রানু লাংথাসা পরিষদের ইএম বিধায়ক বীরভদ্র হাগজার ও বিজেপির নেতা কর্মীদের সঙ্গে এক রূদ্ধদার বৈঠকে মিলিত হন। বিকেল তিনটা নাগাদ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল গুয়াহাটির উদ্দেশ্যে ফিরে যান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.