Header Ads

বকলীয়াঘাটে মেজিেষ্ট্ৰটের গাড়ী দুৰ্ঘটনাগ্ৰস্ত, চালক নিহত

সঙ্গীতা ভৌমিক দাসঃ ডিফু,
২৮ ডিসেম্বরঃ বকলীয়াঘাট থানার অন্তৰ্গত পাট্ৰাদিছায় আজ বিকেলে একজন মেজিেষ্ট্ৰটের গাড়ী দুৰ্ঘটনাগ্ৰস্ত হয়। ঘটনা মতে, বোকাজান মহকুমার মেজিেষ্ট্ৰট তোয়াহিদুর আলম আজ গুয়াহাটীর ভরলুমূখস্থিত নিজ বাসগৃহ থেকে এএস-০৯-ই-৮৭২৮ নম্বরের একটি মারnতি ওয়াগনার গাড়ীতে বোকাজানে কৰ্মস্থল অভিমূখে আসতে থাকার সময় বকলীয়াঘাটের সামনে পাট্ৰাদিছায় গাড়ীটি একটি বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্ৰণ হারিয়ে দুৰ্ঘটনায় পতিত হয়। দুৰ্ঘটনায় মেজিেষ্ট্ৰট আলম সামান্য আহত হন যদিও গাড়ীটির চালক রবীন্দ্ৰ মূখাৰ্জী (৪৫) দুৰ্ঘটনাস্থলেই নিহত হয়। বকলীয়াঘাট পুলিশ দুৰ্ঘটনায় পতিত বাহনটি উদ্ধার করার সাথে নিহত চালকজনের মৃতদেহ মরণোত্তর পরীক্ষার জন্য ডিফুতে প্ৰেরণ করে।

No comments

Powered by Blogger.