Header Ads

সিকিমে প্রবল তুষারপাত, উদ্ধারে নেমেছেন সেনা জওয়ানরা

প্রায় তিন হাজার পর্যটককে উদ্ধার করেন সেনারা
গুয়াহাটিঃ সিকিমের রাজধানী গ্যাংটকের চারিদিকে এখন বরফের শুভ্র আচ্ছাদন। প্রায় ১২ বছর পর বরফ পড়ছে সিকিমের রাজধানী গ্যাংটকে। সিকিমের সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। পর্যটকরাও উপভোগ করছেন বরফ। শুক্রবার থেকেই সিকিমে প্রচণ্ড তুষারপাত শুরু হয়েছে। প্রবল তুষারপাতে আটকে পড়া প্রায় ৩০০০ পর্যটককে উদ্ধার করেছে সেনারা। সিকিমের পর্যটন স্থল নাথুলাতে আটকে পড়েছিল প্রায় তিন হাজার পর্যটক। শুক্রবার থেকে একনাগাড়ে তুষারপাতের জন্য সব রাস্তা বন্ধ হয়ে যায়। ৪৩১০ ফুট উচ্চতায় অবস্থিত পূর্ব সিকিমের নাথুলাতে প্রচণ্ড তুষারপাতের ফলে আটকে পড়েছিল প্রায় তিন হাজার পর্যটক। এই খবর  সেনা শিবিরে পৌঁছনোর পর সেনাবাহিনী উদ্ধার কাজে নামেন প্রায় ৪০০ টি গাড়ি নিয়ে ৩০০০ পর্যটককে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা হয়েছে। শিশুদের জন্য দুধ, এছাড়াও সকলের জন্য খাবারের ব্যবস্থা করেছেন সেনা জওয়ানেরা। বর্তমানে ভালই রয়েছেন উদ্ধার করা সব পর্যটকরা।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.