Header Ads

করিমগঞ্জের ফতেপুর সরকারের একটি আদৰ্শ গ্ৰাম, অথচ সেখানে নেই ন্যূনতম সুযোগ সুবিধেটুকুও


শীৰ্ষেন্দু সী, করিমগঞ্জঃ সরকারের একটি আদৰ্শ গ্ৰাম। নাম ফতেপুর। গ্ৰামটিতে বিদ্যুতের পোস্ট রয়েছে, ট্ৰান্সফৰ্মার রয়েছে কিন্তু নেই বিদ্যুৎ সংযোগ। নেই কোনও রাস্তাঘাট। অসুস্থ রোগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হলে টুকরিতে বসিয়ে কাধে করে বয়ে নিয়ে যেতে হয়। নেই শিক্ষা ব্যবস্থা, নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও। কেন্দ্ৰীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সাংসদ এলাকার একটি গ্ৰামকে আদৰ্শ গ্ৰাম করার কথা হয়েছিল। সেইমতে সেই গ্ৰামের উন্নয়ন হবে সৰ্বাগ্ৰে। সেই মৰ্মেই করিমগঞ্জের সাংসদ রাধেশ্যাম বিশ্বাস ফতেপুর গ্ৰামকে অ্যাডপ করেছিলেন। কিন্তু আজ অবধি সেই গ্ৰামের অবস্থা যেই কে সেই রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মোদি সরকারের প্ৰায় সাড়ে চার বছর সম্পূৰ্ণ হয়ে গেল। কিন্তু গ্ৰামের তথা গ্ৰামবাসীদের নেই কোনও উন্নয়ন। বছর দুয়েক আগে ফতেপুর আদৰ্শ চার নম্বর ওয়াৰ্ডে বিদ্যুতের পোস্ট, ট্ৰান্সফৰ্মার বসানো হয় কিন্তু আজ পৰ্যন্ত দেওয়া হয়নি বিদ্যুতের সংযোগ।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.