Header Ads

‘ক্যামলিন'এর তালিকায় রেনবো


নাসিদ্দিন আহমেদ
সংঘাত আর সংগ্ৰামের জন্যই জীবন অনুপম। আজ থেকে দুই দশক পূৰ্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতী শিক্ষার্থীর গৌহাটিতে আগমন। সে ছিল ১৯৯৭ সাল। উত্তর-পূৰ্বাঞ্চলের প্ৰাকৃতিক সৌন্দৰ্যে মজে গেল তার মন। কবিতা ও সংগীত প্ৰেমীর হাতে প্ৰভু নিজ হাতে একদিন তুলে দিলেন রং-তুলি। জন্ম নিল একটা আৰ্ট স্কুল–‘রেনবো আৰ্ট স্কুল'। সেই নিয়েই কাটে জীবনের অলস মুহূৰ্তগুলি। আশেপাশের ছোট ছোট শিশুদের হাতে তিনিও তুলে দিলেন প্ৰভুর সেই দান–‘রং ও তুলি'। গরীব-দুখী শিশুদের প্ৰতি সহানুভূতি দেখাতে তাদের হাতে তুলে দেন রং আর তুলি। গত ২৩ ডিসেম্বর, রব্বিার মুম্বাইয়ের ক্যামলিন কোম্পানির উদ্যোগে রেনবো আৰ্ট স্কুলের কৃতী ছাত্ৰছাত্ৰীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্ৰাইজ ও সাৰ্টিফিকেট।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.