করিমগঞ্জে নিজের মাকে ধারালো অস্ত্ৰ দিয়ে আঘাত করল ছেলে
আহত মা আতা বিবি
আহত পাথারকান্দি থানার ওসি ডিম্বেশ্বর ঠাকুরিয়া
শীৰ্ষেন্দু সী, করিমগঞ্জঃ পারিবারিক কোন্দলের জের। নিজের মাকে ধারালো অস্ত্ৰ দিয়ে আঘাত করল ছেলে নজির উদ্দিন। করিমগঞ্জের ঝকিআলা গ্ৰামের ঘটনা। মাকে বাঁচাতে গিয়ে আহত হন পাথারকান্দি থানার ওসি ডিম্বেশ্বর ঠাকুরিয়া। অভিযুক্ত ছেলেকে ধরতে অবশেষে পুলিশকে পাঁচ রাউন্ড গুলি চালাতে হয়। পরে পুলিশের জালে ধরা পরে অভিযুক্ত ছেলে। আহত মা আতা বিবিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যায় পুলিশ।










কোন মন্তব্য নেই