Header Ads

দেশের দীৰ্ঘতম রেল কাম রোড ব্ৰিজ অসমের বগিবিলে আজ প্ৰথম মালগাড়ি ছুটল

গুয়াহাটি প্লাস-এর সৌজন্যে

গুহায়াটিঃ ভারতের দীৰ্ঘতম রেল কাম রোড ব্ৰিজ অসমের বগিবিলে আজ ৩ ডিসেম্বর, প্ৰথম পণ্যবাহী মালগাড়ি ছুটল। দেশের মধ্যে দীৰ্ঘতম ৪.৯৪ কিঃমিটারের এই বগিবিলে ডিব্ৰুগড় শহরকে ব্ৰহ্মপুত্ৰের উত্তর পারের ধেমাজির সঙ্গে সংযোগ ঘটাল। অরnণাচল প্ৰদেশের সঙ্গেও সংযোগ সাধিত হবে। উত্তর পূৰ্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপক্ষ জানিয়েছে আজকের এই সফলতার পর শীৰ্ঘ্ৰই যাত্ৰীবাহী রেল চালানো হবে। বগিবিল হবে ব্ৰহ্মপুত্ৰের উপর চতুৰ্থতম রেল কাম রোড ব্ৰিজ। ২০১৮ সালের ৩ অক্টোবর পরীক্ষামূলকভাবে রেলওয়ে ইঞ্জিন চালানো হয়েছিল। রেলওয়ে মন্ত্ৰী পীযুষ গোয়েল টুইট করে দেশের এই রেলওয়ে মানচিত্ৰে সাফল্যের কথা জানিয়েছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.