Header Ads

খটখটিতে চুরি ট্ৰাক উদ্ধার


সংঙ্গীতা ভৌমিক, ডিফু
অসম-নাগালেণ্ড সীমান্তের বোকাজান মহকুমার খটখটিতে পুলিশ অভিযান চালিয়ে দুটো চুরি যাওয়া ট্ৰাক উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর একটি বিজনী থেকে চুরি হওয়া বলে জানা গেছে যদিও অন্যটির কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ট্ৰাক দুটো উদ্ধার করতে সক্ষম হয়েছে যদও ঘটনা সংক্ৰান্তে কাউকে আটক করতে সক্ষম হয়নি। জানা গেছে উদ্ধার হওয়া ট্ৰাক দুটোর মধ্যে  ডব্লিউবি ২৩ ডি ০৩৬৩ নম্বরের ট্ৰাকটি ২০ ডিসেম্বরে চিরাং জেলার বিজনী থেকে ৪০ লাখ টাকার প্ৰসাধনী সামগ্ৰীসহ চুরি হয়েছিল। ২২ ডিসেম্বরে বিজনী পুলিশ ট্ৰাকটির চালক অজিত রামকে অচেতন অবস্থায় উদ্ধার করেছিল। বিজনী পুলিশের খবরের ভিত্তিতে অসম-নাগালেণ্ড সীমান্তে তালাশী চালানোর সময় খটখটির গান্ধী গেরেজ পাৰ্কীং থেকে ট্ৰাকটি উদ্ধার করতে সক্ষম হয় খটখটি পুলিশ। এই অভিযানকালে পাৰ্কিং গেরেজটি থেকে এইচজিসি লজিষ্টিক ট্ৰান্সপোৰ্ট নামের এক পরিবহন সংস্থার ডব্লিউবি ১৯ এফ ১৪৭৬ নম্বরের অন্য একটি ট্ৰাকও চুরি করে আনার সন্দেহে জব্দ করে। দুটো ট্ৰাকই ডিমাপুরে বিক্ৰীর উদ্দেশ্যে চুরি করে আনা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

No comments

Powered by Blogger.