Header Ads

ডিমাসা ন্যাশনাল আর্মি নামে নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ পাহাড়ে

বিপ্লব দেবঃ হাফলং 
ডিমা হাসাও জেলায় আরোও একটি নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ করল। ডিমাসা ন্যাশনাল আর্মি নামের নতুন জঙ্গি সংগঠনের প্রচার সচিব খিম ডিমাসা এক বিবৃতিতে যোগে সংবাদ মাধ্যমকে জানিয়েছে মূলত পৃথক স্বশাসিত রাজ্য গঠনের লক্ষ্যেই এই সংগঠনের আত্মপ্রকাশ। এছাড়া জাতির অস্তিত্ব রক্ষা অধিকার আদায়ের লড়াইয়ে তাদের সংগ্রাম চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। নতুন ভাবে আত্মপ্রকাশ করা ডিমাসা ন্যাশনাল আর্মির মুখ্য সেনাধ্যক্ষের নাম হচ্ছে জন ডিমাসা তবে প্রচার সচিব খিম ডিমাসা তাদের সংগঠনের চেয়ারম্যানের নাম প্রকাশ করেন নি। এদিকে ডিমা হাসাও জেলায় নতুন জঙ্গি গোষ্ঠীর আত্মপ্রকাশ করার বিষয় নিয়ে পুলিশসুপার প্রশান্ত শইকীয়ার কাছে জানতে চাইলে পলিশসুপার নতুন জঙ্গি সংগঠন আত্মপ্রকাশ হওয়ার ব্যাপার নিয়ে তেমন কিছু না বললে ও তিনি বলেন এসব দূষ্কৃতিকারী এদের লক্ষ্য আতঙ্কের সৃষ্টি করতে অর্থ আদায় করা তবে এসব দূষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহন করবে বলে জানান পুলিশসুপার প্রশান্ত শইকীয়া। উল্লেখ্য গত কিছুদিন থেকে মাইবাং মহকুমার অন্তর্গত ওয়াজাও লাংটিং হাতিখালি প্রভৃতি এলাকায় অর্থ দাবি অপহরনের ঘটনা ঘটে চলছে। গত ২৯ নভেম্বর ওয়াজাও থেকে ৭১ বছরের বৃদ্ধ পাইনসোডাও থাওসেনকে অস্ত্রধারী দূষ্কৃতিকারী অপহরন করে নিয়ে যায়। তারপর গত শুক্রবার লাংটিং থেকে ৪৫ কিলোমিটার প্রত্যন্ত ডিসাম্ব্রা গ্রামে সন্দেহ ভাজন জঙ্গিরা লগ বোঝাই চারটি ট্রাক জ্বালিয়ে দেয়। জানা গেছে সন্দেহভাজন জঙ্গিরা ওই ট্রাক মালিকদের কাছে অর্থ দাবি করেছিল। কিন্তু ট্রাক মালিকরা জঙ্গিদের দাবি মত অর্থ মিটিয়ে না দেওয়ার জেরে সন্দেহভাজন জঙ্গিরা ওই চারটি ট্রাক আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। তবে এবার নতুন তবে এবার নতুন করে পাহাড়ি জেলায় ডিমাসা ন্যাশনাল আর্মি নামে জঙ্গি সংগঠন আত্মপ্রকাশ করার খবরে পাহাড়ে আবার নতুন করে অশান্তি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তবে পুলিশ এদের প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.