Header Ads

বিচারপতিকে ফোনে হুমকি, গ্ৰেফতার আইনজীবী সেলিম আহমেদ

শীৰ্ষেন্দু সী, করিমগঞ্জঃ করিমগঞ্জের জেলা দায়রা আদালতের অতিরিক্ত বিচারপতিকে ফোনে হুমকি। জেলে যেতে হল আইনজীবী সেলিম আহমেদকে। সোমবার আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। অতিরিক্ত বিচারপতি এন লস্কর এক সময় একটি মামলার রায় দিয়েছিলেন। সেই রায় আইনজীবী সেলিম আহমেদের বিপক্ষে গিয়েছিল। পরবৰ্তীকালে সেলিম ফোনে অতিরিক্ত জেলা দায়রা বিচারপতি এন লস্করকে হুমকি দেন। এরপর অতিরিক্ত দায়রা বিচারপতি বিষয়টি তাঁর সতীৰ্থদের জানান। বিষয়টি জেলা দায়রা বিচারপতিকেও জানানো হয়। অবশেষে আদালতের তরফ থেকে করিমগঞ্জ সদর থানায় ভারতীয় দণ্ডবিধির ২২৮, ১৮৯,৩৫৩, ৫০৬ ধারায় মামলা দায়ের হয়। সেই প্ৰেক্ষিতে করিমগঞ্জ পুলিশ অভিযুক্ত আইনজীবীকে গ্ৰেফতার করে। আইনজীবী সেলিম আহমেদের গ্ৰেফতারের খবর পেয়ে জেলা কংগ্ৰেসের সভাপতি সতু রায় সদর থানায় গিয়ে হাজির হলেও কোনও কাজ হয় নি। সোমবার আদালত আইনজীবী সেলিম আহমেদকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.