Header Ads

উৎসাহ আনন্দের সাথে পালন করা হল বর দিন


নয়া ঠাহর প্ৰতিবেদনঃ

গুয়াহাটিঃ সমগ্র বিশ্বের সাথে গুয়াহাটিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র বড়দিন উৎসাহ ও আনন্দের সাথে পালন করা হলো। বড়দিন উপলক্ষে শহরের সমস্ত গীর্জাগুলি কে সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। বড়দিনের দিন শহরের সমস্ত গীর্জাগুলিতে ক্যারলের ধ্বনিতে মুখরিত হয়ে উঠে। এই দিনেই শান্তির বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন যীশুখ্রীষ্ট। সাথে উপহার নিয়ে হাজির সান্তা ক্লজও। সোমবার রাতে মাঝ রাত থেকেই বড়দিন পালনের উৎসাহ দেখা যায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে। মঙ্গলবার সকাল থেকেই সমস্ত গীর্জা ঘর গুলোতে লোকের ভিড় বাড়তে শুরু হয়ে যায়। প্রার্থনায় অংশগ্রহণ করেন অনেকেই। এ প্রসঙ্গে গীর্জার ফাদার বলেন যে এই পবিত্র বড়দিনের দিনে শুধু খ্রিষ্টান ধর্মাবলম্বীই নয় সমস্ত ধর্মের লোকেরাই গীর্জাঘরে উপস্থিত হয়েছেন। অর্থাৎ এক সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে বড়দিন ।ওদিকে বড়দিন উপলক্ষে বিভিন্ন ক্রিসমাস ট্রিকে সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন দোকানে সুন্দর কেকের  বিক্রিও চলছে পুরোদমে। শহরের বিভিন্ন নামিদামি কেকের দোকানে তৈরি করা হয়েছে সুন্দর ও সুস্বাদু কেক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.