Header Ads

শিবসাগরের ডিমৌ চারালিতে গ্ৰেণেড বিস্ফোরণে গুরুতর আহত ব্যবসায়ীর হাসপাতালে মৃত্যু

ডিমৌঃ বৃহস্পতিবার রাতে শিবসাগরের ডিমৌ চারালিতে গ্ৰেণেড বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতরভাবে আহত হয়েছিলেন স্থানীয় ব্যবসায়িক কমল আগরওয়ালা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওদিকে, বিস্ফোরণে ঘটণাস্থলেই মারা যান ৩ সন্তানের পিতা অহিরা গুপ্তা নামের স্থানীয় এক গ্ৰাহক। এই ঘটনার আড়ালে আলফা (স্বাঃ) জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। কিছুদিন আগে ওই ব্যবসায়ীর কাছে ৪ লক্ষ টাকা দাবি করেছিল আলফা স্বাধীন। এর আগেও আগরওয়ালার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিসি তদন্ত চলছে। পঞ্চায়েত নিৰ্বাচনের আগে এধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনার তীব্ৰ নিন্দা করেছেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল। যত শীঘ্ৰ সম্ভব দুষ্কৃতীদের ধরে উপযুক্ত শাস্তি দেওয়ার নিৰ্দেশ দিয়েছেন তিনি।নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্ৰী। অন্যদিকে, মুখ্যমন্ত্ৰীর নিৰ্দেশেই শুক্ৰবার পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্ৰী তপন গগৈ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.