Header Ads

লামডিং স্টেশন থেকে উদ্ধার চার কিশোরী

স্বপন দাস, লামডিং- রাজ্যে ক্ৰমশ সক্ৰিয় হচ্ছে নারী চক্রের ব্যবসা। এবার স্থান যোরহাটের টিয়কের ভগামুখ৷ বুধবার ঘর থেকে স্কুলে যাওয়ার পথে চার কিশোরী সন্ধানহীন হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ভগামুখ প্রসাশন হোজাই জেলার প্ৰশাসনকে জানানোর পর তৎপর হয় লামডিং থানার পুলিস।  গতকাল লামডিং স্টেশন থেকে চারজন কিশোরীকে উদ্ধার করে পুলিস৷ ওই চার কিশোরী ভগামুখ থেকে নিরুদ্দেশ হয়েছে বলে জানা গেছে। ডিমাপুরে কোনও এক কোম্পানিতে কাজ করার উদ্দেশে যাচ্ছিল ওই চার যুবতী। অনুমান করা হচ্ছে  কোন নারী সর্বহারি চক্রের খপ্পরে পড়েছিল এই মেয়েগুলো। বৰ্তমানে লামডিঙের ভগামুখ থানার পুলিসের হেফাজতে রয়েছে ওই চার যুবতী। তাদের নাম ক্ৰমে নয়নিকা দত্ত, পূজা দাস, সোণমনি বরা এবং নয়নমনি গগৈ। বৰ্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

No comments

Powered by Blogger.