Header Ads

শিলঙে পালিত হল সেং কুট স্নেম


ননী গোপাল ঘোষ, শিলং-২৩ নভেম্বরঃ  মেঘালয়ের সেং খাসি জনগোষ্ঠীর চিরাচরিত প্রথা মেনে শুক্ৰবার শিলঙে পালিত হল সেং কুট স্নেম। আজ থেকে ১১৯ বছর আগে কয়েকজন খাসি যুবক মিলে নিজেদের চিরাচরিত প্রথা, ধর্ম ও সংস্কৃতি ইংরেজ আগ্রাসন থেকে বাঁচিয়ে রাখতে এই উৎসবের সূচনা করেছিলেন। সেই থেকে চলে আসছে এই উৎসব। পরম্পরাগত খাসি পোষাকে এই উৎসবে সামিল হয়েছেন অসংখ্য মানুষ।

No comments

Powered by Blogger.