Header Ads

লামডিংয়ে বিজেপি ছেড়ে কংগ্ৰেসে যোগ দেন দেড়শ নেতাকৰ্মী

স্বপন দাস, লামডিং- পঞ্চায়েত নিৰ্বাচনের প্ৰাক মুহূৰ্তে হেজাই জেলার লামডিংয়ে ১৫০ জন বিজেপি কৰ্মী দল ত্যাগ করে কংগ্ৰেসে যোগ দিলেন। এই ঘটনায় লামডিঙের রাজনীতিতে তীব্ৰ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দক্ষিন লামডিং পঞ্চায়তের প্ৰাক্তন সভাপতি অমিত দাস নিজের দল বিজেপিকে ত্যাগ করে কংগ্ৰেছে যোগ দেন। প্ৰসঙ্গত, গত ১০ বছরে বিজেপির দখলে থাকা দক্ষিণ লামডিং পঞ্চায়েত ভোটে সভাপতি পদে জয়ী হয়ে আসছেন অমিত দাস। কিন্তু এবার পঞ্চায়েত ভোটের টিকিট বিলি করার আগেই অমিত দাস সমেত মোট দেড়শ জন বিজেপি কৰ্মী সমৰ্থক কংগ্ৰেসে যোগ দেন। রবিবার সকালে স্থানীয় রাজীব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাক্তন জেলা কংগ্রেছ সভাপতি মায়া চক্রবর্ত্তীর উপস্হিতিতে বিজেপির এই কর্মী নেতারা কংগ্রেছে যোগ দেন। 

No comments

Powered by Blogger.