Header Ads

ডি ভোটার নিয়ে মৃত্যু মিছিলে যোগ হল আরও এক মৃত্যু

শ্ৰীরামপুরঃ ডি ভোটার নিয়ে মৃত্যু মিছিলে যোগ হল আরও একজনের মৃত্যু। কোকরাঝাড় জেলার শ্ৰীরামপুরের এই মৰ্মান্তিক ঘটনা। ডি ভোটারের নোটিস পাওয়ার পর গোসাইগাঁও মহকুমার শ্ৰীরামপুর কলোনির প্ৰয়াত উপেন্দ্ৰ বৰ্মনের ছেলে সুরেন্দ্ৰ বৰ্মন (২৭) প্ৰায় এক বছর ধরে বিদেশি ট্ৰাইবুনালের চক্কর কাটতে কাটতে মানসিকভাবে ভেঙে পড়েন। বেশ কিছুদিন ধরেই সুরেন্দ্ৰকে বিমৰ্ষ দেখাচ্ছিল। সোমবার এককটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এর বিরুদ্ধে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করেছে বিভিন্ন দল সংগঠন এবং সাধারণ মানুষ। ঘটনার জেরে বিভিন্ন বাঙালি সংগঠন পথ অবরোধ করলে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্ৰকাশ করেন প্ৰতিবাদীরা। অবশেষে প্ৰশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এদিন ওই যুবকের ট্ৰাইবুনালে যাওয়ার কথা ছিল। তার আগেই ঘটে অঘটন। ডি ভোটারের যন্ত্ৰণা সহ্য করতে না পেরে সুরেন্দ্ৰ এই পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্ৰসঙ্গত, কিছুদিনের ব্যবধানে মা- বাবার পর দাদার অকাল মৃত্যুতে ১৩ বছরের বোনের জীবনে ঘোর অনিশ্চয়তা নেমে এসেছে। অভিভাবকহীন কিশোরীকে সাহায্য করতে সদাশয় ব্যক্তি এবং দল সংগঠনের প্ৰতি আহ্বান জানিয়েছে স্থানীয় লোকজন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.