গৌহাটি হাইকোৰ্টে নিযুক্ত হলেন নতুন দুই বিচারপতি
গুয়াহাটিঃ গৌহাটি হাইকোৰ্টে নিযুক্ত হলেন নতুন দুই বিচারপতি। হাইকোৰ্টের মুখ্য বিচারপতি এ এস বোপান্নার উপস্থিতিতে সোমবার আদালতে শপথ বাক্য পাঠ করেন বিচারপতি সঞ্জয় মেধী এবং নানা টাগিয়া। তাঁরা দুজনই দুবছরের জন্য হাইকোৰ্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। বৰ্তমানে তাঁদের নিয়ে হাইকোৰ্টে মোট ১৯ জন বিচারপতি রয়েছেন।









কোন মন্তব্য নেই