Header Ads

শক্তিপীঠ কামাখ্যায় স্বস্ত্রীক পুজো দিলেন দেশের প্রধান বিচারপতি

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ নীলাচল পাহাড়ে শক্তিপীঠ মা কামাখ্যার পুজো দিলেন দেশের সৰ্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। শনিবার দুপুরে বরঝাড় বিমান বন্দর থেকে সোজা তিনি চলে যান কামাখ্যা মন্দিরে।সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। তবে এটা ছিল তাঁর একান্ত ব্যক্তিগত কার্যসূচী। প্রায় তিন ঘন্টা সময় জুড়ে পুজো করেন তিনি। সেইসঙ্গে করেন কুমারী পুজোও। প্ৰসঙ্গত, এদিন প্রধান বিচারপতির আগমন উপলক্ষে সকাল থেকেই গোটা  কামাখ্যা মন্দির এবং তার  আশপাশের এলাকায় সুরক্ষা ব্যবস্থা জোরদার করা তোলা হয়। এবার তাঁর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্ৰহণ করা হয়। অর্ধ সাময়িক বাহিনীকে নিরাপত্তার কাজে লাগানো হয়। সেইসঙ্গে ছিলেন সিআরপিএফ-এর জওয়ানরাও। এর আগে তিনি এসেছিলেন দুৰ্গাপুজোর সময় অষ্টমীর দিন। সেদিনও তিনি কামাখ্যা মায়ের পুজো দিয়ে যান। সেই সময় মা কামাখ্যায় পুজো দিতে আসেন বিজেপির সৰ্বভারতীয় সভাপতি অমিত শাহও। ফলে ভিড়ে বহুক্ষণ আটকে পড়েন গগৈ। তাই সে সময় তিনি নিরাপত্তার ক্ষেত্রে অসুন্তুষ্টি প্রকাশ করেছিলেন। সেই ঘটনার পরই তৎক্ষণাৎ অতিরিক্ত উপায়ুক্ত এবং পশ্চিম গুয়াহাটির ডিসিপিকে সাসপেন্ড করা হয়েছিল। শনিবার মা কামাখ্যায় পুজো দিয়ে পুনরায় দিল্লি রওনা হন তিনি।

No comments

Powered by Blogger.