Header Ads

শিক্ষা ব্যবস্থায় নতুন নীতিনিয়ম চালুর নিৰ্দেশ কেন্দ্ৰীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্ৰকের


 প্ৰতীকী ছবি
নয়াদিল্লিঃ কেন্দ্ৰের মানব সম্পদ উন্নয়ন মন্ত্ৰক থেকে দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্ৰ শাসিত অঞ্চলের স্কুলগুলিতে শিক্ষা সংক্ৰান্ত কিছু নীতি নিয়ম চালু করার নিৰ্দেশ দিয়েছে। সেইসঙ্গে কোন শ্ৰেণিতে স্কুল ব্যাগের ওজন কতটুক হবে তা নিয়েও সরকারের পক্ষ থেকে কিছু নীতিনিয়ম চালু করার নিৰ্দেশ দেওয়া হয়েছে। যত শীঘ্ৰ সম্ভব কেন্দ্ৰের এই নীতি নিয়মগুলিকে মেনে চলতে হবে প্ৰত্যেকটি রাজ্য এবং কেন্দ্ৰ শাসিত অঞ্চলগুলিকে। যেমন প্ৰথম এবং দ্বিতীয় শ্ৰেণিতে পড়াশুনো নিয়ে কোনও ধরনের বাড়ির কাজ দেওয়া চলবে না, প্ৰথম এবং দ্বিতীয় শ্ৰেণিতে স্কুল ভাষা এবং গণিত ছাড়া অন্য কোন বিষয় নিৰ্ধারণ করতে পারবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্ৰেণি পৰ্যন্ত ভাষা, ইভিএস এবং গণিতের বিষয়গুলি এনসিইআরটি থেকে নিৰ্ধারণ করে দেওয়া হবে। এছাড়াও স্কুলে পাঠ্য বই ছাড়া অতিরিক্ত কোনও বই নেওয়া চলবে না। প্ৰথম এবং দ্বিতীয় শ্ৰেণির ছাত্ৰছাত্ৰীদের ব্যাগের ওজন এক থেকে দেড় কেজির বেশি হতে পারবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্ৰেণির ছাত্ৰছাত্ৰীরা ২ থেকে ৩ কেজি পৰ্যন্ত ওজন নিতে পারবে। একই ভাবে ষষ্ঠ এবং সপ্তম শ্ৰেণির ছাত্ৰছাত্ৰীরা চার কেজি, অষ্টম এবং নবম শ্ৰেণি সাড়ে চার কেজি, দশম শ্ৰেণির ছাত্ৰছাত্ৰীরা পাঁচ কেজি পর্যন্ত ওজনের ব্যাগ পিঠে বহন করতে পারবে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.