Header Ads

লামডিঙে অগ্নি নিৰ্বাপক তথা জরুরিকালীন পরিষেবা কেন্দ্ৰের উদ্বোধন

স্বপন দাস, লামডিং- হোজাই জেলার লামডিঙে মঙ্গলবার অগ্নি নিৰ্বাপক তথা জরুরিকালীন পরিষেবার নবনিৰ্মিত ভবন তথা কাৰ্যালয়ের উদ্বোধন করা হয়। অসম সরকারের গৃহ এবং রাজনৈতিক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ, অতিরিক্ত পুলিশ সঞ্চালক প্ৰধান তথা অগ্নি এবং জরুরিকালীন পরিষেবার সঞ্চালক ভাস্কর জ্যোতি মহন্ত (আইপিএস)-র উপস্থিততে এদিন এই পরিষেবা কেন্দ্ৰের উদ্বোধন করা হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে হোজাই জেলা কমিশনার মানবেন্দ্ৰ প্ৰতাপ সিং, পুলিশ অফিসার অংকুর জৈন প্ৰমুখও উপস্থিত ছিলেন। ১ কোটি ৮৫ লক্ষ ১৩ হাজার টাকা খরচে এই কাৰ্যালয় নিৰ্মান করা হয়েছে৷ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিচাপে কুমার সঞ্জয় কৃষ্ণ বলেন- সাধারণ মানুষের সচেতন হওয়ার প্ৰয়োজন রয়েছে জনগণ সচেতন হলে জরুরিকালীন সমস্যা সমাধানে অনেকটা সুবিধা হয়৷ জনগণের সজাগ হওয়ার জন্য ইতিমধ্যে গোটা অসমে আঠ হাজার সচেতনতা সভা করা হয়েছে। বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতা সভা করা হয়েছে। মহন্ত আরও বলেন- অসমে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্ৰবল তাই মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থার পাশাপাশি গ্যাস সিলিণ্ডার ব্যবহারের ক্ষেত্ৰেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি৷ মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থেকে অসম সরকারের গৃহ তথা রাজনৈতিক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব  কুমার সঞ্জয় কৃষ্ণ বলেন এরআগেও লামডিঙে তিনি বহুবার এসেছেন। এই পরিষেবার মাধ্যমে লামডিংবাসী উপকৃত হবেন বলে আশাবাদী তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.