Header Ads

গৃহকৰ্মীকে পেটানোর অভিযোগ উঠল বাংলাদেশ সহকারী হাইকমিশনার ড০ শাহ মহম্মদ তানভির মনসুর, তাঁর স্ত্ৰী মুনেরা আজমের ওপর

 গুয়াহাটিঃ গৃহকৰ্মীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠল ভারতের গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার ড০ শাহ মহম্মদ তানভির মনসুর ও তাঁর স্ত্ৰী মুনেরা আজমের ওপর। এই ঘটনা চাউর হওয়ার আগেই আছিয়া বেগম (৫৭) নামের গৃহপরিচারিকাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে একটি অসমৰ্থিত সূত্ৰের খবর। একটি সূত্ৰ দাবি করেছে, তানভির মনসুরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখার জন্য জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যেই তদন্ত কমিশন গঠন করেছে। তবে তদন্ত কমিশন গঠনের খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে সহকারী হাইকমিশনার তানভির বলেছেন- গোটা অভিযোগ মনগড়া এবং মিথ্যা। আছিয়া বেগম অত্যাচারের শিকার হয়েছেন কিনা তা যে কেউ খতিয়ে দেখতে পারেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.