Header Ads

মাহুর থেকে হারাঙ্গাজাও পর্যন্ত পরিত্যক্ত মিটারগেজ রেলপথকে হেরিটেজ সেকশন করার সবুজ সঙ্কেত রেলবোর্ডের

বিপ্লব দেবঃ হাফলং
শতবর্ষ প্রাচীন লামডিং-বদরপুর মিটারগেজ রেলপথের মাহুর-থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ৪৯ কিলোমিটার রেলপথকে হেরিটেজ সেকশন হিসেবে ঘোষনা এখন শুধু সময়ের অপেক্ষা। প্রস্তাবিত পরিত্যক্ত মিটারগেজ রেলপথের মাহুর থেকে হারাঙ্গাজাও অংশকে হেরিটেজ সেকশন হিসেবে রেখে দেওয়ার সবুজ সঙ্কেত দিয়েছে রেলবোর্ড। রেলমন্ত্রক থেকে ইতিমধ্যে পরিত্যক্ত মিটারগেজ রেলপথের মাহুর থেকে হারাঙ্গাজাও অংশকে হেরিটেজ সেকশন হিসেবে রেখে দেওয়ার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের কাছে এক পত্র পাঠানো হয়েছে। রেলবোর্ডের কাছ থেকে এই পত্র পেয়ে গত ৫ সেপ্টেম্বর উত্তর পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তর মালিগাঁওয়ের জেনারেল ম্যানেজার কার্যলায় থেকে চিফ প্ল্যানিং এন্ড ডিজাইন ইঞ্জিনিয়ার এস পি সিং লামডিং ডিভিশনের ডিআরএম আশিষ কুমারকে এক চিঠি দিয়ে এনিয়ে পদক্ষেপ গ্রহন করার কথা জানান। ইতিমধ্যে রেলবোর্ডের কাছ থেকে সবুজ সঙ্কেত মেলার পর একশো বছর পুরনো লামডিং বদরপুর হিল সেকশনের মাহুর থেকে হারাঙ্গাজাও পর্যন্ত পরিত্যক্ত রেলপথের বিভিন্ন রেলসেতু  রেলট্র্যাক গুলি রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। তবে দিয়ুং নদীর উপরে থাকা দিয়ুং সেতু ইতিমধ্যে ভেঙ্গে ইতিমধ্যে নিলাম করে দেওয়া হয়। এস পি সিং ডিআরএমকে পাঠানো চিঠিতে উল্লেখ করেন যে প্রস্তাবিত মাহুর থেকে হারাঙ্গাজাও অংশকে হেরিটেজ সেকশন করার ক্ষেত্রে রাজ্যের পর্যটন মন্ত্রালয় কাজ করবে। সেই সঙ্গে লোয়ার হাফলঙে রেলের জমির উপর গড়ে তোলা হবে হেরিটেজ মিউজিয়াম রেলের নতুন ট্রেনিং স্কুল। এবং লোয়ার হাফলঙে যে রেলের মাঠ রয়েছে রেলের জমি ও লোয়ার হাফলং স্টেশনের নিরপত্তার জন্য সেখানে টেরটরিয়াল আর্মির শিবির তৈরী করা হবে। এবং প্রস্তাবিত হেরিটেজের জন্য রেলের জমি যে সব দুষ্কৃতিকারীরা জবর দখল করে রেখেছে তাদের কাছ থেকে রেলের জমি দখল মুক্ত করতে রেলবোর্ড থেকে উত্তর পূর্ব সীমান্ত রেলের জিএমকে নির্দেশ পাঠানো হয় এবং এনিয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহন করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয় রেলবোর্ডের পক্ষ থেকে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষকে। উল্লেখ্য দীর্ঘদিন থেকে ডিমা হাসাও জেলার বিভিন্ন দল সংগঠন শতবর্ষ প্রাচীন মিটারগেজ রেলপথের মাহুর থেকে হারাঙ্গাজাও অংশকে হেরিটেজ রেলপথ হিসেবে রেখে দেওয়ার দাবি জানিয়ে আসছে কিন্তু রেল এনিয়ে তেমন গুরুত্ব দেয়নি এতদিন তবে এবার রেল বোর্ডের   সবুজ সঙ্কেতে মাহুর থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ৪৯ কিলোমিটার রেলপথ হেরিটেজ সেকশন হিসেবে স্থান পেতে চলছে এনিয়ে ইতিমধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ও রাজ্যের পর্যটন মন্ত্রালয় কাজ শুরু করে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.