Header Ads

নারীর আত্ম ত্যাগের উজ্জল নজির অসমের যোরহাট শহরে


গুয়াহাটিঃ নারীর আত্ম ত্যাগের উজ্জল নজির দেখা গেল অসমের যোরহাট শহরে। গৃহবধূ তথা সমাজকৰ্মী লিপিকা দাস অসুস্থতার কারণে তাঁর স্বামী বিশিষ্ট সমাজকৰ্মী জ্যোতিৰ্ময় দাসকে তাঁর একটি কিডনি দান করেছিলেন। কিন্তু দুৰ্ভাগ্যবশত তাঁর স্বামীকে বাঁচানো যায়নি। স্বামী চলে গেলেও জীবন তাঁর থেমে থাকেনি। বৰ্তমানে প্ৰায় লুপ্ত হতে চলা ১০০ বছরের পুরনো  পারিবারিক ব্যবসাকে পুনর্জীবিত করার প্ৰচেষ্টায় হাল ধরেছেন তিনি। পাশাপাশি সমাজ সেবায়ও জড়িত রয়েছেন তিনি। সাংবাদিকতার জগতেও জড়িত রয়েছেন তিনি। তাঁর এই প্ৰচেষ্টার জন্য দিন কয়েক আগে যোরহাট শহরের ব্যবসায়ী লিপিকা দাসকে সম্বর্ধনা দেওয়া হয়। মহানগরের শিল্প গ্রামে অনুষ্ঠিত সংগম শীর্ষক এক অনুষ্ঠানে ব্যতিক্রম মাসডোর পক্ষ থেকে এই সম্মান জানানো হয় তাঁকে। গায়িকা সংগীতা কাকতি লিপিকার হাতে এই সম্বৰ্ধনা পত্ৰ তুলে দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.