Header Ads

পবিতরা বন্যপ্ৰাণী অভয়ারণ্যের বনকৰ্মীদের দেওয়া হল ওয়ারলেস হ্যান্ডসেট

 
ছবি, সৌঃ জিপ্লাস
গুয়াহাটিঃ এক খড়গ যুক্ত গণ্ডারের নিরাপত্তায় শুক্ৰবার পবিতরা বন্যপ্ৰাণী অভয়ারণ্যের বনকৰ্মীদের হাতে দেওয়া হল ওয়ারলেস হ্যান্ডসেট। সেইসঙ্গে অভয়ারণ্যের সুরক্ষায় দু’টি বেস স্টেশনও তৈরি করা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে বনকৰ্মীদের হাতে ২০টি হ্যান্ডসেট তুলে দেন প্ৰকৃতিপ্ৰেমী সংগঠন ‘আরণ্যক’-এর সিইও ড০ বিভব কুমার তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াহাটি ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও প্ৰদীপ্ত বরুয়া, ফরেস্ট রেঞ্জার মুকুল তামুলি, অসম ভেটেরিনারি সায়েন্স কলেজে থেকে ড০ অরুপ দত্ত, মানস কুমার ভট্টাচাৰ্য প্ৰমুখ। অনুষ্ঠানে ডিএফও প্ৰদীপ্ত বরুয়া বলেন- পবিতরা বন্যপ্ৰাণী অভয়ারণ্যের গণ্ডারগুলির সুরক্ষা এবং সংরক্ষণে এই হ্যান্ডসেটগুলি যোগাযোগের ক্ষেত্ৰে খুবই কাজে আসবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.