Header Ads

আগামীকাল অসম সফরে আসছেন রাষ্ট্ৰপতি

গুয়াহাটিঃ আগামীকাল অসম সফরে আসছেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ। সন্ধ্যে ৬ টায় বরঝাড় বিমানবন্দরে অবতরণ করবে রাষ্ট্ৰপতির বিমান। বরঝাড় থেকে তিনি সোজা চলে যাবেন রাজ ভবনে। বৃহস্পতিবার এয়ারফোৰ্সের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্ৰপতির সফরকালে রাস্তায় যাতে যানজট না থাকে তার জন্য মহানগরের বেশ কয়েকটি জায়গায় ভাড়ি এবং ব্যবসায়িক যানবাহন চলাচলের ক্ষেত্ৰে রাজ্য প্ৰশাসনের পক্ষ থেকে কিছু নীতিনিয়ম লাগু করা হয়েছে। বুধবার বেলা ১২ টা থেকে রাষ্ট্ৰপতি না আসা পৰ্যন্ত ৩৭ এবং ২৭ নং জাতীয় সড়কে যে কোনও ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্ৰে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে রাষ্ট্ৰপতির সফর শেষ না হওয়া পৰ্যন্ত ৩৭ এবং ২৭ নম্বর জাতীয় সড়কে যানবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও ডিজি রোড, এমজি রোড, এটি রোড, আরজিবি রোডে বুধবার বেলা ১২ টা থেকে রাষ্ট্ৰপতির সফর শেষ না হওয়া পৰ্যন্ত এবং বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে রাষ্ট্ৰপতির সফর শেষ না হওয়া পৰ্যন্ত ছোট হোক কিংবা বড় হোক কোনও ধরনের ব্যবসায়িক যানবাহন চলাচলের ক্ষেত্ৰে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও ৩৭ নম্বর জাতীয় সড়কের দুই ধারে সেই বরঝাড় থেকে শুরু করে জালুকবাড়ি রোটারি পৰ্যন্ত ‘নো পাৰ্কিং’ করা হয়েছে। অন্যদিকে, ডিজি রোড জালুকবাড়ি থেকে ভরলুমুখ, এমজি রোড ভরলুমুখ থেকে রাজভবন, ৩৭ নম্বর জাতীয় সড়ক খানাপাড়া থেকে জালুকবাড়ি, বিমানবন্দর থেকে খানাপাড়া অবধি সড়কে ‘নো পাৰ্কিং’ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.