Header Ads

মেঘালয় হাইকোর্টে এই প্রথম নিযুক্ত হলেন খাসি বিচারপতি


ননী গোপাল ঘোষ, শিলং- মেঘালয় হাইকোর্টে এই প্ৰথম খাসি বিচারপতি হলেন হামারসান সিং থাংখিউ। এতে স্বাভাবিকভাবেই খুশি খাসি সম্প্ৰদায়ের লোকজন। হামারসান সিং থাংখিউকে সোমবার শপথ বাক্য পাঠ করান মুখ্য বিচারপতি মহম্মদ ইয়াকুব মির। এদিন শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি সুদীপ রঞ্জন সেন, মুখ্য সচিব ইশি শেরিং সমেত অনন্যরা। বৰ্তমানে
হামারসন সিং থাংখিউকে নিয়ে মেঘালয় হাইকোর্টে মুখ্য বিচারপতির সংখ্যা দাঁড়াল তিনে।

No comments

Powered by Blogger.