Header Ads

গৌহাটি বিশ্ব বিদ্যালয়ের দুই কৃতি বিদ্যার্থী অসম লোকসেবা আয়োগের পরীক্ষায় বিশেষ সফলতা অৰ্জন

দেবযানী পাটিকর,গুয়াহাটিঃ সদ্য ঘোষিত লোকসেবা আয়োগের পরীক্ষায় সফলতা অৰ্জন করলেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের এমফিলের ছাত্রী মনীষা কলিতা এবং সাংবাদিকতা বিভাগের ছাত্র নাসিরউদ্দিন আহমেদ। মনীষা গোটা রাজ্যের মধ্যে একাদশ স্থান অধিকার করতে সক্ষম হয়েছেন। তাঁদের এই সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দিত তাঁদের পরিবার পরিজন সমেত বন্ধুবান্ধবী সকলেই। যোরহাটের ছাত্রী মনীষা ফরেস্ট স্কুলের সামনে পরিবারের সঙ্গে  ভাড়া ঘরে  থেকেই নিজের পড়াশুনো চালিয়ে গিয়েছেন। লোকসেবা আয়োগে সংঘটিত দুর্নীতি সম্পর্কে মনীষার বক্তব্য, এই ক্ষেত্রে রাজ্যের লোকেদের তথা ছাত্র-ছাত্রীদের সজাগ হতে হবে। মেয়ের সাফল্যে আনন্দিত তাঁর মা ও। দুর্নীতি না করে সমাজের লোকের সেবা করে যাক মেয়ে এই আশা তাঁর মায়ের। অসম লোকসেবা আয়োগের পরীক্ষায় দুর্নীতি নির্মূল হওয়ার ফলে মধ্যবিত্ত পরিবারের মেয়ে একমাত্র মেধার জোরে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে বলে মনে করেন মনীষার পরিবার। অন্যদিকে, কোনও কোচিং না নিয়ে একমাত্র নিজের অধ্যবসায় এবং মেধার সাহায্যে সফলতা অৰ্জন করেছেন অসমিয়া মাধ্যমের ছাত্র নাসিরুদ্দিন। এবার অসম লোকসেবা আয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় এভাবে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা একমাত্র মেধার জোরেই পরীক্ষায় পাশ করতে পেরেছে বলে জানান গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র নাসিরউদ্দিন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.