Header Ads

নাগরিকপঞ্জিকে ঘিরে ক্ৰমশ দীৰ্ঘ হচ্ছে মৃত্যু মিছিল, এবার আত্মঘাতী হলেন শোণিতপুরের মান্নাস আলি

গুয়াহাটিঃ রাষ্ট্ৰহীন হওয়ার আতঙ্কে ফের ঘটল আত্মহত্যার ঘটনা। ক্ৰমশ দীৰ্ঘায়িত হচ্ছে মৃত্যু মিছিল। কোকরাঝাড় জেলার শ্ৰীরামপুরে ২৭ বছরের যুবক সুরেন্দ্ৰ বৰ্মণের আত্মহত্যার ঘটনার পর এবার আত্মঘাতী হলেন শোণিতপুরের ঠেলামারার কমারচুবুরির মান্নাস আলি। পরিবারের কাছ থেকে জানা যায়, গত ৩০ জুলাই প্ৰকাশিত খসড়ায় নাগরিকপঞ্জির খসড়ায় নাম আসেনি। তারপর থেকেই চরম হতাশায় ভুগছিলেন ৬৫ বছর বয়সের মান্নাস। কেন নাম আসেনি, তা জানতে বার বার এনআরসি সেবা কেন্দ্ৰে ছোটাছুটি করার পরও সন্তোষজনক কোনও জবাব মেলেনি। অথচ ১৯৫১ সালের নাগরিকপঞ্জিতে পূৰ্বপুরুষের নাম থাকার প্ৰমাণপত্ৰ রয়েছে তাঁর হাতে। সেই লিগ্যাসির ভিত্তিতে আবেদনও করেছিলেন তিনি। কিন্তু অন্তৰ্ভুক্ত হয়নি নাম। রাষ্ট্ৰহীন হওয়ার আতঙ্ক তাড়া করে বেড়চ্ছিল মান্নাস আলিকে। তাই সোমবার রাতে চরম সিদ্ধান্ত নেন মান্নাস আলি। নাগরিকপঞ্জিকে নিয়ে যেভাবে একাংশ রাজনীতিবিদ সমাজে বিদ্বেষের আগুন ছড়াচ্ছে তারই পরিণতিতে ক্ৰমশ বাড়ছে এই আত্মহত্যার তালিকা এমনটাই অভিযোগ উঠছে বিভিন্ন মহলে।    

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.